‘জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে’- আশা তাসকিনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৫ পিএম, ৫ জুন,
বুধবার,২০২৪ | আপডেট: ০৫:০২ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে গিয়েছে গত মাসের ১৫ তারিখে। এরপর যুক্তরাষ্ট্র সিরিজ, বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলেছে। স্বাগতিকদের বিপক্ষে সিরিজ হারের পর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও বাজেভাবেই হেরেছে টাইগাররা। এদিকে হারের পাশাপাশি বাংলাদেশ দলের অনুশীলন না করা নিয়েও হচ্ছে নানা রকম আলোচনা-সমালোচনা।
যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকে বাংলাদেশ দল হোটেলেই সময় কাটিয়েছে বেশি। এর পাশাপাশি ক্রিকেটাররা বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। বাংলাদেশ দলের পর্যাপ্ত অনুশীলন না করার প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল দলের পেসার তাসকিন আহমেদের কাছে। জবাবে টাইগার এই স্পিডস্টার জানিয়েছেন, বাজে আবহাওয়ার কথা।
তাসকিন বলেন, ‘শুধু আমরা নই, সব দলই আবহাওয়ার কারণে বেশি অনুশীলনের সুযোগ পায়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল, সুযোগ-সুবিধা তুলনামূলক কম, যেহেতু যুক্তরাষ্ট্রে নতুন ক্রিকেট হচ্ছে। এটা ঠিক, হেরে মানসিকভাবে একটু ডাউন ছিলাম।’
তবে ম্যাচ জিতলেই সব ঠিক হয়ে যাবে বলেও জানিয়েছেন তাসকিন। তিনি বলেন, ‘তবে আমরা যদি জিততে পারি, সব ঠিক হয়ে যাবে। আমরা আমাদের উন্নতি করতে কাজ করে যাচ্ছি। জিতলেই সব ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ।’
বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন করতে পারবে এমন এক প্রশ্নের জবাবে তাসকি বলেন, ‘আসলে বলা কঠিন। প্রতিটি ম্যাচই জেতার লক্ষ্যেই খেলতে নামি। হয়তো কমবেশি হয় একেক বিভাগে। ব্যাটিং-বোলিং কোথাও না কোথাও ভালো–মন্দ হয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্র সিরিজ ও প্রস্তুতি ম্যাচ খেললাম, মোটামুটি একটা ধারণা পেয়েছি, কীভাবে খেলতে হবে। আশা করি, এগুলো সামনের ম্যাচগুলোয় সাহায্য করবে। যদি আমরা মোটামুটি রান করতে পারি, আমাদের পক্ষে ভালো কিছু সম্ভব। উইকেট একটু লো স্কোরিং।’