এমবাপের রিয়ালে যাওয়াকে বড় দুঃসংবাদ বলছে বার্সেলোনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০২ পিএম, ৫ জুন,
বুধবার,২০২৪ | আপডেট: ১২:৩৮ পিএম, ৬ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ক্লাব ফুটবলের সদ্য শেষ হওয়া মৌসুমে দুর্দান্ত সফলতা পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কোপা দিয়ে শুরু, এরপর লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগও জয় করেছে লস ব্লাঙ্কোসরা। দুর্দান্ত সফলতার পর চেরি অন টপ হয়েই এসেছে কিলিয়ান এমবাপের রিয়ালে যোগ দেয়ার খবর।
সকল জল্পনা-কল্পনা, নাটকীয়তা আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এমবাপে যোগ দিয়েছেন নিজের স্বপ্নের ক্লাবে। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন তিনি। ফরাসি এই তরুণ তারকা রিয়ালে যোগ দেয়াইয় এখন আরও শক্তিশালি হয়েছে ক্লাবটি। আগামী মৌসুমে তাই রিয়াল অজেয় থাকবে এমন ধারণাই করছেন অনেকেই।
এমবাপের রিয়ালে যোগ দেয়ার ঘটনায় খুশির আমেজ ছড়িয়ে পড়েছে ফুটবল সমর্থকদের মনে। বিশেষ করে যারপরনাই উচ্ছ্বসিত রিয়াল সমর্থকরা। এমনকি উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ডেভিড ব্যাকহামের মত কিংবদন্তিরাও।
তবে এমবাপের রিয়ালে যোগদানের ঘটনাকে বড় দুঃসংবাদ হিসেবেই আখ্যায়িত করেছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। এতে করে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটির সক্ষমতা যে আরও বেড়ে গেল, এটা বোঝাতেই হয়তো এমনটি বলেছেন তিনি।
এক সংবাদ সম্মেলনে লাপোর্তা বলেন, ‘একজন বার্সা ভক্ত হিসেবে এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে খেলতে দেখা আমার জন্য বড় দুঃসংবাদ।’
তবে দুঃসংবাদ হলেও লাপোর্তার ভরসার জায়গা নিজেদের একাডেমি লা মাসিয়া। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি আমাদের প্রজেক্টের ক্ষেত্রে আমাদের নিজস্ব স্ট্র্যাটেজি অনুসরণ করতে পছন্দ করি। লা মাসিয়ায় আমাদের খেলোয়াড় প্রস্তুত হচ্ছে। আমি প্রতিদ্বন্দ্বীদের সম্মান করি কিন্তু নিজের দর্শন মেনে চলি।’