নেপালকে হারিয়ে টানা চতুর্থ শিরোপা বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৪ পিএম, ৪ জুন,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৫:৫৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে খেলতে নেমেছিল বাংলাদেশ। ধারে-ভারে নেপালের চেয়ে এগিয়ে বহুগুণ। প্রতিযোগিতায় গত তিন আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও বাংলাদেশ। তাই এবারের আসরেও চ্যাম্পিয়নশিপেই নজর ছিল স্বাগতিকরা।
অবশেষে নিজেদের লক্ষ্যে সফল লাল-সবুজের দল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনালে ৪৫-৩১ পয়েন্টে নেপালকে হারিয়ে টানা চতুর্থ শিরোপা নিজেদের করে নেয় আব্দুল জলিলের শিষ্যরা।
আজ ফাইনালের মঞ্চে আবেগঘন মুহূর্ত সৃষ্টি করেন বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান মুন্সির। এদিন শিরোপা নির্ধারনীর মঞ্চে ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনে দেন অধিনায়ক। বিদায়ের ঘোষণা দিয়ে মাথায় পাগড়ি পরে করেন মাঠ প্রদক্ষিণ। এরপর গড়ায় মাঠের খেলা।
প্রথমার্ধে নেপালের সেরা রেইডার ঘনশ্যামকে দাঁড়াতেই দেননি বাংলাদেশের ডিফেন্ডাররা। বার বার রেইডে গিয়ে আটকা পড়েছেন লাল-সবুজের ডেরায়। প্রথমার্ধে ২৪-১০ পয়েন্টের বড় ব্যবধান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর লড়াইয়ে ফেরার আভাস দেয় নেপাল। জমিয়ে তোলে লড়াই। এ অর্ধে শেষ পর্যন্ত ২১ পয়েন্ট তুলে নেয় তারা। সমান পয়েন্ট তুলে নেয় বাংলাদেশও। কিন্তু প্রথমার্ধেই ফলই গড়ে দেয় ব্যবধান। তাতে ৪৫-৩১ ব্যবধানে জয় তুলে অপরাজিত চ্যাম্পিয়ন হয় লাল সবুজের প্রতিনিধিরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপে টানা চতুর্থ শিরোপার স্বাদ পায় বাংলাদেশ।