রিয়াল-এমবাপ্পে চুক্তি সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২২ পিএম, ৩ জুন,সোমবার,২০২৪ | আপডেট: ১০:১৬ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
দীর্ঘ প্রতীক্ষিত আর নানা নাটকীয়তার পর রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি অধিনায়কের সঙ্গে এ চুক্তির ঘোষণার খবর দ্রুত জানাবে একদিন আগে চ্যাম্পিয়নস লিগের ১৫তম শিরোপা জয়ীরা। এ তথ্য নিশ্চিত করেছে দলবদলের নির্ভরযোগ্য যোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘সই করা হয়েছে, সিলও মারা শেষ এবং সম্পন্ন’।
এমনিতেই লস ব্লাঙ্কোসের স্কোয়াডটি দুর্দান্ত। শনিবার রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে জিতেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। ফ্রান্সের সুপারস্টার যোগ দেওয়ায় নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদের শক্তিমাত্রা আরও বাড়বে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান আরেকটু এগিয়ে জানাচ্ছে, ইউরোপীয় শিরোপা জয়ের দুদিন পর আগামীকাল সোমবার (৩ জুন) এমবাপ্পের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেবে রিয়াল মাদ্রিদ।
চলতি মৌসুম শেষে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার বিষয়টি একরকম নিশ্চিত ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ফরাসি তারকা।
তবে স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ীরা, মৌসুম শেষ হওয়ার অপেক্ষায় ছিল। চ্যাম্পিয়ন লিগের ফাইনালের পর এমবাপ্পের সঙ্গে চুক্তির বিষয়ে ঘোষণা দিতে আর কোনো বাধা রইল না।
তবে মধ্য জুলাইয়ের আগে সান্তিয়াগো বার্নাব্যুতে আসা হচ্ছে না ফরাসি তারকার। কারণ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ইউরো কাপ খেলতে জাতীয় দলের সঙ্গে থাকবেন তিনি।