বিদায়ী বার্তায় যা বললেন জাভি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৫ পিএম, ২৫ মে,শনিবার,২০২৪ | আপডেট: ০৬:৩৭ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
পেশাগত জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বার্সেলোনার বরখাস্ত হওয়া কোচ জাভি। চলতি বছরের জানুয়ারিতে মৌসুম শেষে বার্সেলোনার কোচিংয়ের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার তিনমাস পর ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তোর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত বদলে চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জুন পর্যন্ত থাকার সিদ্ধান্ত নেন জাভি হার্নান্দেজ। কিন্তু আকস্মিক তাকে বরখাস্ত করলো ক্লাব কর্তৃপক্ষ।
শুক্রবার (২৪ মে) ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তো তাকে জানিয়ে দিয়েছেন আগামী মৌসুমে তিনি আর ক্লাবের কোচ থাকছেন না। এই মৌসুমই তার শেষ মৌসুম বার্সেলোনার কোচ হিসেবে।
ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী আগামী মৌসুম থেকে আর ক্লাবের সঙ্গে কোচ হিসেবে না থাকা জাভি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাব সভাপতিসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
আড়াই বছর বার্সেলোনার ড্রেসিংরুমের প্রধান হয়ে থাকা গর্বের উল্লেখ করে তিনি লিখেন, ‘প্রিয় বার্সা সমর্থকরা, রবিবার বার্সেলোনার সঙ্গে আমার সময় শেষ হবে। জীবনের সঙ্গে জড়িয়ে থাকা ক্লাবটি ছেড়ে যাওয়া কখনোই সহজ নয়, আড়াই বছর একটি সাজঘরের প্রধান হিসেবে থাকায় আমি খুবই গর্বিত। এটি আমার কাছে দ্বিতীয় পরিবারের মতো হয়ে গিয়েছে।’
ক্লাবের সমর্থকদের উদ্দেশ্যে লিখেন, ‘সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই সমর্থন ও ভালোবাসার জন্য, তারা সবসময় আমার পাশে ছিল যখন আমি ফুটবলার ছিলাম তখনকার মতোই। রবিবার থেকে আমি আমিও একজন কুয়েল হয়ে যাবো এস্তাদি অলিম্পিক কিংবা কয়েকমাস পর ক্যাম্প ন্যু’র গ্যালারিতে। কারণ খেলোয়াড় কিংবা কোচ হওয়ার আগে আমি একজন বার্সেলোনিস্তা এবং আমার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা ক্লাবটির ভালো চাই, এটা সবসময়ই আমার নিয়ন্ত্রণাধীন।’
দলের সকল খেলোয়াড় ও কোচিং স্টাফদেরও প্রশংসা করেন বিদায়ী এই কোচ, ‘আমি একটি দুর্দান্ত দল এবং একটি অসাধারণ কর্মীদের সঙ্গে কাজ করেছি। তাদের সবাইকে ধন্যবাদ, আমরা আমাদের লক্ষ্য অর্জন করছিলাম, গত মৌসুম শেষ করেছি একটি লিগ শিরোপা এবং একটি সুপার কাপ জয় করে। এই মৌসুমে ব্যাপারগুলো আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। কিন্তু আমরা আমাদের সব কিছু দিয়েছি এবং আমরা লা মাসিয়ার নতুন প্রজন্মের তরুণ খেলোয়াড়দের বেড়ে উঠতে সাহায্য করেছি এবং তারা আমাদের সকলকে বার্সেলোনিস্তাসকে উদ্দীপ্ত করছে।
‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভক্ত, খেলোয়াড়, স্টাফ, ক্লাবের কর্মচারী, সভাপতি, পরিচালনা পর্ষদ, ক্রীড়া পরিচালক, মিডিয়া এবং যাদের সাথে আমি এই আড়াই বছরের যাত্রা ভাগাভাগি করেছি তাদের সবাইকে।