মোস্তাফিজের বোলিং নিয়ে চিন্তিত নন শান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫১ পিএম, ২২ মে,
বুধবার,২০২৪ | আপডেট: ০৫:০১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ভুগতে হয়েছে ব্যাটিং নিয়ে। যদিও বোলারদের কল্যাণে সেই সিরিজ জিতে নিয়েছিল স্বাগতিকরা। কিন্তু তা আর হয়নি যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১৫৩ রান করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারতে হয়েছে ৫ উইকেটে।
আইপিএলে ভালো করলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খরুচে বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। দুটি উইকেট পেলেও রান দিয়েছেন অনেকবেশি। প্রথম ম্যাচে ৪১ রান খরচ করেছেন তিনি।
যদিও মোস্তাফিজের এমন খরুচে বোলিং মোটেও ভাবাচ্ছে না অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এ ব্যাপারে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে এমনটা হতেই পারে। আমরা আমাদের প্ল্যান কাজে লাগাতে পারিনি। আমরা সবাই জানি মুস্তাফিজ কতটা ভালো। আমরা মুস্তাফিজের বোলিং নিয়ে চিন্তিত নই। আমাদের পরের ম্যাচে দল হিসেবে খেলতে হবে।’
বোলিংয়ের সময় প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের মাঠে বাতাসের প্রভাব ছিল বলেও জানান শান্ত, ‘হ্যাঁ (বাতাস) অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা যখন আসি তখনই দেখেছি বেশ বাতাস রয়েছে, যা ম্যাচে প্রভাব ফেলবে। আমরা সবাই তা দেখেছি। আমরা সবাই এটা জেনেই চেষ্টা করেছি প্ল্যান কাজে লাগানোর। স্পিনাররা ভালো বোলিং করেছে। আমাদের পেসাররা শেষ দুই-তিন ওভারে পরিকল্পনা মতো বোলিং করতে পারেনি। আশা করি পরের ম্যাচে ওরা ভালো করবে।’
একই ভেন্যুতে আগামী ২৩ মে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।