এডারসনের বদলি নিল ব্রাজিল, কোপার দলে ঢুকলেন আরও তিনজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫১ পিএম, ২০ মে,সোমবার,২০২৪ | আপডেট: ১০:৩৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
টটেনহ্যামের বিপক্ষে চোটে পড়েছিলেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। চোটের কারণে ক্লাব ফুটবলে তো বটেই, ব্রাজিলের হয়ে তার কোপা আমেরিকায় অংশগ্রহণ নিয়েও শঙ্কা জাগে। শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি।
১৫ মে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে ধাক্কা লেগেছিল এডারসনের। ওই ধাক্কাই কাল হয়ে দাঁড়াল। স্ক্যান করার পর জানা যায়, ৩০ বছর বয়সী গোলরক্ষকের চোখের সকেটে ছোট একটি ফাটল ধরেছে। এই চোটই তাকে কোপা আমেরিকায় খেলতে দিচ্ছে না। ২০ জুন কোপা আমেরিকা শুরু হওয়ার আগে সুস্থ হয়ে উঠার সম্ভাবনা না থাকায় তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সেলেকাওরা।
এডারসনের বদলি হিসেবে সাও পাওলো গোলরক্ষক রাফায়েলকে দলে নিয়েছে তারা। দলে যুক্ত হয়েছেন আরও তিনজন। তারা হলেন- য়্যুভেন্তাস ডিফেন্ডার ব্রেমার, আটালান্টা মিডফিল্ডার এডারসন ও পোর্তোর ফরোয়ার্ড পেপে।
রাফায়েল কোপার দলে সঙ্গী হিসেবে পাচ্ছেন লিভারপুলের অ্যালিসন বেকারকে। তিনিই ব্রাজিলের প্রথম পছন্দের গোলরক্ষক। এছাড়াও রয়েছেন অ্যাথলেটিকো প্যারানান্সের বেন্তো। ৩৪ বছর বয়সী রাফায়েল এর আগে কখন ব্রাজিলের সিনিয়র দলের হয়ে খেলেননি। তবে অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে। ২০০৯ সাল থেকে যুব পর্যায়ে এ পর্যন্ত ১৪টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।
রাফায়েলের মতো এডারসনেরও সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা নেই, তবে খেলেছেন যুব দলের হয়ে। ২০২২ সালে অভিষেক হওয়ার পর ব্রেমার জাতীয় দলের হয়ে খেলেছেন ৪ ম্যাচ। পেপে সিনিয়র দলে অভিষেকের পর আর ম্যাচ খেলার সুযোগ পাননি।
ব্রাজিল দল
অ্যালিসন, বেন্তো, রাফায়েল, ব্রেমার, বেরালদো, এদের মিলিতাও, ম্যাগালায়েস, মারকুইনস, দানিলো, ইয়ান কোওতো, গুইলহারমে অ্যারেনা, ওয়েনদেল, আন্দ্রেস পেরেইরা, গিমারেস, এডারসন, ডগলাস লুইজ, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা, এন্দরিক, এভানিলসন, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, পেপে, রাফিনিয়া, স্যাভিও, রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র।