গার্দিওলা বিশ্বের সেরা কোচ: ক্লপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৯ পিএম, ২০ মে,সোমবার,২০২৪ | আপডেট: ০৬:২৭ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুম শেষ হয়েছে। সেই সঙ্গে জয় দিয়ে লিভারপুল অধ্যায় শেষ করেছেন ইয়ুর্গেন ক্লপ। গত তিনবারের মতো এবারই শিরোপা জয় করেছে ম্যানসিটি। আর তাই সিটি কোচ পেপ গার্দিওলাকে প্রশংসায় ভাসিয়েছেন ক্লপ।
এই জার্মান কোচ জানিয়েছেন, বিশ্বের সেরা ম্যানেজার হচ্ছেন গার্দিওলা। ক্লপ বলেন, '১১৫ টা অভিযোগ নিয়ে সিটির সঙ্গে যা-ই হোক না কেন, পেপ গার্দিওলা বিশ্বের সেরা ম্যানেজার। এই ক্লাবেই (ম্যানচেস্টার সিটি) অন্য কোন ম্যানেজারকে এনে দাঁড় করিয়ে দেন, তারা টানা চারবার লিগ জিততে পারবে না।'
আগামী মৌসুমে লিভারপুলের ডাগআউটে দেখা যাবে ডাচ ক্লাব ফেইনুর্দের কোচ আর্না স্লটকে। নতুন কোচকে স্বাগত জানাতে বললেন ক্লপ।
ইয়ুর্গেন ক্লপ আরও বলেন, 'যেভাবে আপনারা আমাকে স্বাগত জানিয়েছিলেন, সেভাবে নতুন ম্যানেজারকে স্বাগত জানাবেন। প্রথম দিন থেকে আপনারা তার পাশে থাকবেন, তার প্রতি বিশ্বাস রাখবেন, দলকে তাগিদ দিবেন। আমি এখন আপনাদেরই একজন।'