ফের শাহরুখের দলে সাকিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৫ এএম, ১৮ মে,শনিবার,২০২৪ | আপডেট: ০৮:৫০ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও এর আগে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম টাইগার্স। এরই মধ্যে এলো নতুন খবর।
আমেরিকার ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট মেজর ক্রিকেট লিগের (এমএলসি) দ্বিতীয় মৌসুমে খেলবেন সাকিব আল হাসান। আসরটিতে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। এরই মধ্যে ফ্রাঞ্চাইজিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এমএলএসের প্লেয়ার্স ড্রাফট চলতি বছরের ২১ মার্চ অনুষ্ঠিত হয়। ছয় দলের স্কোয়াড পূরণ করার জন্য বাড়তি একটি ড্রাফট অনুষ্ঠিত হবে ১৬ জুন। তার আগেই সাকিবকে দলে ভেড়ালো লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।
নাইট রাইডার্স গ্রুপের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অবশ্যই সাকিবের নাইট রাইডার্স পরিবারের সাথে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, বিভিন্ন পর্যায়ে কেকেআরের প্রতিনিধিত্ব করেছে ২০১২ এবং ২০১৪ সালে আমাদের দুটি চ্যাম্পিয়নশিপ (শিরোপা) মৌসুমসহ। তাকে এই জুলাইয়ে এলএ নাইট রাইডার্সের হয়ে পার্পল এবং গোল্ড জার্সিতে দেখার জন্য তর সইছে না আমাদের।’
এমএলসির প্রথম মৌসুমে একদমই ভালো করতে পারেনি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। তারা ছিল সবার শেষে। গতবারের দল থেকে নাইটরা এবার ধরে রেখেছে সুনিল নারি, আন্দ্রে রাসেল, জেসন রয়, স্পেন্সার জনসন, উম্মুক্ত চাঁদ, আলি খানসহ কয়েকজনকে।
টুর্নামেন্টের দ্বিতীয় আসর মাঠে গড়াবে আগামী ৫ জুলাই থেকে। ফাইনাল ২৯ জুলাই।
প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স, আইপিএলের কলকাতা নাইট রাইডার্স, সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্স এবং আইএলটি২০-এর আবুধাবি নাইট রাইডার্স একই ফ্র্যাঞ্চাইজির অধীনে।