শেষ দৃশ্যে আজ মুখোমুখি রিয়াল-বায়ার্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১২ পিএম, ৮ মে,
বুধবার,২০২৪ | আপডেট: ০৫:৫১ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের লড়াইয়ে মুখোমুখি দুই দল। আলিয়াঞ্জ অ্যারেনায় দুই দলের প্রথম লেগের ম্যাচটি শেষ হয়েছে ২-২ সমতায়। ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে আজ ফিরতি লেগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবে দুই দল।
চলতি মৌসুমটা বেশ বাজে কেটেছে বায়ার্ন মিউনিখের। জার্মান জায়ান্টদের ১১ বছরের রাজত্বে ভাগ বসিয়েছে বায়ার লেভারকুজেন, টমাস টুখেলের দলকে পাশ কাটিয়ে বুন্দেসলীগা জিতে নিয়েছে জাবি আলোনসোর দল। লিগ শিরোপার পর ডিএফবি পোকালও জিততে পারেনি বাভারিয়ানরা। চ্যাম্পিয়ন্স লিগই তাই জার্মান জায়ান্টদের শেষ ভরসা।
এদিকে রিয়াল চলতি মৌসুম কাটিয়েছে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছাড়াই। একের পর পর এক চোটে পড়েছেন বেশ কয়েকজন। তবে চোট সমস্যা কাটিয়ে ইতোমধ্যেই ঠিকই লা-লিগা শিরোপা জয় করে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। কার্লো আনচেলত্তির শিষ্যদের লক্ষ্য এখন ১৫ তম চ্যাম্পিয়ন্স লিগ জয়।
দুই দলের প্রথম লেগের ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল রিয়ালই। তবে নিজেদের ঘরের মাঠে পরে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বায়ার্ন। কিন্তু শেষ পর্যন্ত জয় পায়নি কোনো দলই। তাই শেষ পর্যন্ত ফাইনালে বুরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ হবে কোন দল তা নির্ধারিত হবে আজকের ম্যাচেই।
এদিকে রিয়ালের ঘরের মাঠ বার্নাব্যুতে আজ বায়ার্নই জন্যই চাপটা থাকবে বেশি। টমাস টুখেলের অধীনে বুন্দেসলীগায় বাজে একটা মৌসুম কাটানো জার্মান ক্লাবটি ২০০০ সালের পর বার্নাব্যুতে ৭ ম্যাচ খেলে জয় পায়নি একটিতেও। ফলে আজ গ্যালারিভর্তি রিয়াল সমর্থকদের সামনে হ্যারি কেইনরা কেমন খেলেন তাই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
তবে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি দেখায় অবশ্য খুব বেশি পিছিয়ে নেই বায়ার্ন। সবমিলিয়ে ২৬ বারের দেখায় রিয়াল জয় পেয়েছে ১২টিতে, আর ১১ ম্যাচে জিতেছে বায়ার্ন। আজ তিখেল শিষ্যরা ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি বার্নাব্যুতে রিয়ালকে হারানোর অসাধ্য সাধন করবেন নাকি আরও একবার লস ব্লাঙ্কোসদের আধিপত্য দেখা যাবে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এই আসরে তাই দেখার অপেক্ষায় এখন ফুটবলপ্রেমীরা।