হ্যাটট্রিকে গোলের ফিফটি রোনালদোর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৩ পিএম, ৫ মে,রবিবার,২০২৪ | আপডেট: ০৬:১৬ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৯ পেরোনো পুর্তুগীজ এই মহাতারকা গতকালও আল নাসেরের জার্সিতে করেছেন আরেকটি হ্যাটট্রিক। ৭ ম্যাচের মধ্যে তৃতীয়বার হ্যাটট্রিক করে চলতি মৌসুমে গোলের ফিফটি পূরণ করেছেন তিনি। আর তাঁর এমন ফর্মে থাকার দিনে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আল নাসের।
গতকাল সৌদি প্রো লিগের ম্যাচে আল ওয়েহদার বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছিল আল নাসের। ঘরের মাঠে এই ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন রোনালদো। তাঁর এমন জ্বলে ওঠার দিনে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে আল ওয়েহদা।
গতকাল আল ওয়েহদার বিপক্ষে ম্যাচে পাঁচ মিনিটের মাথায়ই গোলের দেখা পান রোনালদো। প্রতিপক্ষের গোলরক্ষক বল ক্লিয়ার করতে চেয়েছিলেন, তবে বলের নিয়ন্ত্রণ পেয়ে যান পর্তুগীজ এই মহাতারকা, এরপর দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন তিনি।
এদিকে প্রথমার্ধেই দুই গোল করা রোনালদো নিজের তৃতীয় গলের দেখা পান দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫২ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ন করেন তিনি। এরপর আল নাসের আরও একটি গোল পেয়েছে মোহাম্মদ আল-ফাতিলের নৈপুণ্যে। ফলে ৬-০ গোলের বড় জয় পেয়েছে আল নাসের।
এদিকে গতকাল ৩ গোল করে আল নাসেরের জার্সিতে নিজের ষষ্ঠ হ্যাটট্রিক করেছেন রোনালদো। আর চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫২ ম্যাচ খেলে গোলের হাফ সেঞ্চুরিও করেছেন তিনি। এ মৌসুমে তাঁর গোলের সংখ্যা ৫২টি। একই সঙ্গে প্রো লিগের চলমান মৌসুমে ২৭ ম্যাচ খেলে এটি তাঁর ৩২তম গোল।