হলান্ডের চার গোলে ম্যানসিটির বড় জয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩০ পিএম, ৫ মে,রবিবার,২০২৪ | আপডেট: ০৬:০৯ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
গত মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েই গোলের রেকর্ড গড়েছিলেন আর্লিং হলান্ড। একই সঙ্গে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ ট্রেবল জয় করেছিলেন তিনি। নরওয়েজিয়ান এই তারকার নামের পাশে যোগ হয়েছিলেন গোলমেশিন তকমা। সাম্প্রতিক সময়ে ছন্দে ছিলেন না তিনি, ফলে সমালোচনার ভিতর দিয়ে যেতে হয়েছে তাঁকে। তবে সমালোচনা পেছনে ফেলে আবার যেন গোলের নেশায় মত্ত হয়ে ওঠেছেন এই স্ট্রাইকার। গতকাল উলভসের বিপক্ষে ম্যাচে একাই চার গোল করেছেন এই তারকা।
প্রিমিয়ার লিগে উলভসের বিপক্ষে ম্যাচে গতকাল প্রথমার্ধেই হ্যাটট্রিক করেছেন হলান্ড। তাঁর এমন ছন্দে থাকার দিনে ম্যানসিটি ম্যাচটি জিতে নিয়েছে ৫-১ গোলের ব্যবধানে। সিটির হয়ে অন্য গোলটি করেছেন দলটির আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ।
গতকালের ম্যাচে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে ম্যানসিটি। ঘরের মাঠে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় সিটি। জসকো ভার্দিওল প্রতিপক্ষের ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। আর স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন হলান্ড। এরপর ৩৫ মিনিটে আরেক বার গোল করে সিটির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
শুরুতেই দুই গোল করা হলান্ড কাল হ্যাটট্রিকও করেছেন ম্যাচের প্রথমার্ধেই। যোগ করা সময়ে নরওয়েজিয়ান এই তারকা নিজেই ফাউলের শিকার হলে আবার পেনাল্টি পায় সিটি। এবারও সফল লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৪ মিনিটে আরও একটি গোল করেন হলান্ড। সিটির জার্সিতে দুই মৌসুম মিলিয়ে এটি তাঁর নবম হ্যাটট্রিক। আর চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার হ্যাটট্রিক করলেন তিনি।
চার গোল করার পর হলান্ডকে ৮২ মিনিটে তুলে নেন পেপ গার্দিওলা। তাঁর বদলে মাঠে নামেন আলভারেস আর মাঠে নামার দুই মিনিটের মাথায় গোল পেয়ে যান আর্জেন্টিয়ান এই তারকা। ফলে শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
প্রিমিয়ার লিগে এখন ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। আর সিটি তারকা হলান্ড এবারও আছেন গোল্ডেন বুট লড়াইয়ে। চলতি মৌসুমে তিনি গোল করেছেন ২৫টি। তাঁর পরেই এ তালিকায় আছেন চেলসির কোল পামার।