১২ বছর পর বরুশিয়া ডর্টমুন্ড ছাড়ছেন মার্কো রেউস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৩ পিএম, ৪ মে,শনিবার,২০২৪ | আপডেট: ০৬:০৩ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সময়ের হিসেবে মার্কো রয়েস এক যুগ কাটিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডে। অবশ্য ইয়ুথ ক্লাব হিসেবে টানলে তা দুই যুগে দাঁড়ায়। এই সময়ে কত কিছুই তো বদলালো। বাটন ফোন থেকে মানুষ চলে গেছে স্মার্ট ফোনে। তবে রয়েসের ঠিকানা বদলায়নি। থেকে গেছেন ডর্টমুন্ডের ডেরায়। অবশেষে দুই পক্ষের বিচ্ছেদ হতে চলছে। এরই মধ্যে এক ভিডিও বার্তায় ভেজা চোখ নিয়ে জানিয়েছেন মৌসুম শেষে ক্লাব ছাড়ার কথা।
কত অফার আসলো, কত অফার গেলো সব কিছুই তো না করে দিলেন রয়েস। বায়ার্ন মিউনিখের রাজত্ব আর ডর্টমুন্ডের শিরোপা খরা সত্ত্বেও বেছে নেন হলুদ জার্সিটিকেই। আর তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলেছে ‘লয়ালিটির’ ট্যাগ। পেয়েছেন দুনিয়া জুড়ে ভালোবাসা। সব কিছুই হতে যাচ্ছে শেষ। মৌসুম শেষেই ইতি টানবেন ডর্টমুন্ড। ভিডিও বার্তায় করেছেন নিশ্চিত। যেখানে ছলছল করে চোখে এসেছে পানি।
“ইদুনা পার্কের সুন্দর স্টেডিয়ামটাতে আমি ১২ বছর কাটিয়েছি। আমার জীবনের অর্ধেক সময়টা আমি কাটিয়ে দিয়েছি এই ক্লাবে। এই সময়ে খারাপ সময় যেমন দেখেছি, ভালো সময়ও। তবে সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। দুই পক্ষ মিলেই সিদ্ধান্ত নিয়েছে মৌসুম শেষে চুক্তি না বাড়ানোর।”
এই লম্বা সময়ে ক্লাবের জার্সিতে খেলেছেন ৪২৪ ম্যাচ, করেছেন ১৬৮ গোলের পাশাপাশি ১২৮ অ্যাসিস্ট। জিতেছেন দুইবার জার্মান কাপের শিরোপা। তবে জেতা হিয়নি বুন্দেসলিগা শিরোপা। তাতে খুব একটা আফসোস নেই, বরং ক্লাবের হয়ে খেলাটাকেই বড় করে দেখছেন এই তারকা, “আমি গর্বিত। এই ক্লাবটাতে এতোদিন ধরে খেলতে পারাটা আমার জন্য গর্বের ব্যাপার। আমি জানি মৌসুমে শেষে বিদায়টা জানাতে হবে, যেটা বেশ কঠিঙ্কাজ। এখন মৌসুমের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ বাকী আছে, সেদিকেই নজরটা রাখতে চাই।”