দেশের ফেরার আগে মোস্তাফিজের চমক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৬ পিএম, ২ মে,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০২:২৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চলমান ১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলছে রান উৎসব। বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন ব্যাটাররা। যে কোনো আসরের তুলনায় এবার রানবন্যার ম্যাচ হচ্ছে বেশি। এমন আসরেই বিরল এক দৃশ্যের দেখা মিলে চেন্নাই-পাঞ্জাবের বুধবারের (১ মে) ম্যাচে।
আসরের ৪৯তম ম্যাচে মেডেন দিয়ে সবাইকে চমকে দেন এক পেসার। তিনি আর অন্য কেউ নন, বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আইপিএলের নিজের শেষ ম্যাচ খেলতে নেমে নেমে জন্ম দেন বিরল এক ঘটনার।
পাঞ্জাবের ইনিংসের ১৫তম ওভারে বিরলতম ঘটনাটি ঘটান টাইগার পেসার। চলতি আসরের আলোচিত ব্যাটার শশাঙ্ক সিংয়ের কাছ থেকে আদায় করে নেন মেডেন। ম্যাচে মোস্তাফিজের অন্যতম সেরা সময় এটি।
৪ ওভার বল করে ২১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। চলতি আসরে এই প্রথম উইকেটহীন থাকলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। তার উইকেটশূন্য ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস। ১৬২ রান তাড়া করতে নেমে ১৩ বল ও ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জেতে পাঞ্জাব।
এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মোস্তাফিজ। প্রথমে ৩০ এপ্রিল পর্যন্ত তাকে ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে ১ মে পর্যন্ত বাড়ানো হয় সেই ছুটি। যেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেন তিনি।
নিজের শেষ ম্যাচে ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজ। প্রথম ওভারে মাত্র ৩ রান দেন টাইগার পেসার। পরের ওভারে ছিলেন একটু ব্যয়বহুল। ইনিংসের পঞ্চম ওভারে খরচ করেন ১০ রান। এরপর লম্বা বিরতি দিয়ে ইনিংসের ১৫তম ওভারে বোলিংয়ে আনা হয় তাকে।
এসেই শশাঙ্ক সিংয়ের কাছ থেকে আদায় করে নেন মেডেন। তবে নিজের শেষ ওভারে ছিলেন ছন্দহীন। ৪টি ওয়াইডসহ রান দেন ৯। সব মিলিয়ে ৪ ওভারে খরচ করেন ২১ রান। উইকেটশূন্য থাকায় ছাড়িয়ে যেতে পারলেন না নিজের আগের রেকর্ড।
উইকেট শিকারের হিসেবে চলতি মৌসুমে নিজেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল তার। ২০১৬ সালে হায়দরাবাদের জার্সিতে নিজের অভিষেক আসরে ১৬ ম্যাচে শিকার করেছিলেন ১৭ উইকেট।
এবার ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে শেষ করলেন চলতি আসর। নিজের সেরা মৌসুম না ছাড়িয়ে যেতে পারলেও উইকেটশিকারের দিক থেকে যৌথ্যভাবে চলতি আসর তার আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেরা মৌসুম। এর আগে ২০২১ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৪ ম্যাচে শিকার করেন ১৪ উইকেট।
ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের জন্য তাকে ফিরিয়ে আনছে বিসিবি। দেশে ফেরার আগে এবারের আইপিএলে ছাপ রেখে আসলেন নিজের। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত কিছু অপেক্ষা করছে টাইগারদের জন্য।