আজ মুখোমুখি হচ্ছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২১ পিএম, ৩০ এপ্রিল,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১২:০৪ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমিফাইনালের প্রথম লিগের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। জার্মানির মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারানায় সেমির প্রথম লেগের হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১টায়। দুদলের শেষ চারের দ্বিতীয় লেগের ম্যাচ হবে আগামী ৮ মে রিয়ালের মাঠ মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যুতে।
বড় ম্যাচের আগে কোচদের মনস্তাত্ত্বিক লড়াই নতুন কিছু নয়৷ তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে চমক জাগানিয়া ভবিষ্যৎবাণীই করে বসেছেন টমাস টুখেল। তার দল গোল তো করবেই, পাশাপাশি কে গোল করবেন সেটাও একদম নাম ধরেই বলেও দিয়েছেন বায়ার্ন কোচ।
বুন্দেসলিগা খুইয়ে এই প্রতিযোগিতাই এখন জার্মান ক্লাবটির সবেধন নীলমনি৷ শক্তিশালী ম্যানচেস্টার সিটিকে বিদায় করে আসা কার্লো আনচেলত্তির দলকে হারাতে তাই বিশেষ কিছুই করতে হবে বায়ার্নের। সেই কাজটা কে করবেন? ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টুখেল বাজি ধরলেন সার্জ গিনাব্রিকে নিয়ে। ‘প্রথম লেগে সার্জ গি নাব্রি গোল করতে যাচ্ছে। এটা হতে যাচ্ছে। আমি জানি না এটা কীভাবে হবে, তবে এটাই ঘটতে চলেছে।’
এই ম্যাচকে ফাইনালের মতো করে ভাবছেন টুখেল। এমন লাইন-আপ সাজাব যা দেখলে মনে হবে ফাইনালের জন্যই খেলছি। ‘হ্যাঁ, আমরা জানি কিছু খেলোয়াড় পুরো ম্যাচ খেলতে পারবে না। কিন্তু আমরা এটা ভাবব না যে, দ্বিতীয় লেগ বাকি আছে। আমি কেবল এই একটা ম্যাচ জেতা নিয়েই ভাবতে চাই এবং এরপর মাদ্রিদে সেরা অবস্থায় থেকে পৌঁছাব।’
ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে টুখেল বলেন, ‘আমাদের লক্ষ্য হলো ওয়েম্বলিতে (ফাইনালের ভেন্যু) জায়গা করে নেওয়া। আমরা আর্সেনালকে হারিয়েছি এবং এটা আমাদের প্রচুর আত্মবিশ্বাস জুগিয়েছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। আমরা লড়াইয়ের জন্য মরিয়া হয়ে আছি।’
টুখেলের আত্নবিশ্বসের পালে৷ হয়ত হাওয়া দিতে পারে শেষ আটে আর্সেনালের বিপক্ষে লড়াই। যেখানে প্রথম লেগে জালের দেখা পান গিনাব্রি আর দুই লেগ মিলিয়ে বায়ার্ন জেতে ৩-২ ব্যবধানে। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচে এখন পর্যন্ত দুই বার জালের দেখা পেয়েছেন এই জার্মান ফুটবলার।