যে কারণে প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াডে নেই সাকিব-মুস্তাফিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৮ পিএম, ২৪ এপ্রিল,
বুধবার,২০২৪ | আপডেট: ০২:২২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া, ভারতের খেলোয়াড়রা আইপিএল খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারলেও বাংলাদেশ সময়টা কাজে লাগাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট খেলে। জিম্বাবুয়ের বিপক্ষে আগামী মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের সেই সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২৩ এপ্রিল নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। প্রস্তুতি ক্যাম্পের এই প্রাথমিক দলে নেই মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। মুস্তাফিজ এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলায় ব্যস্ত। অন্যদিকে সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
জিম্বাবুয়ে সিরিজ উপলক্ষ্যে প্রস্তুতি ক্যাম্পের জন্য যে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে, সেখান থেকেই আগামী ২৮ এপ্রিল চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। শুধু তাই নয়, এখান থেকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ও ব্যাকআপও গঠন করা হবে বলে জানান লিপু।
তাহলে কি সাকিব ও মুস্তাফিজকে ছাড়াই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ? - না, আপাতত এমন সম্ভাবনা নেই। মূলত ছুটিতে থাকায় তাদের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি। আইপিএল খেলার জন্য আগামী ১ মে পর্যন্ত মুস্তাফিজকে ছুটি দিয়েছে বিসিবি। ১ মে পাঞ্জাবের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচটি খেলেই দেশে ফিরবেন মুস্তাফিজ। এরপর মেডিকেল টিমের স্ক্রিনিংয়ের মাধ্যমে তাকে দলে অন্তর্ভূক্ত করা হবে বলে জানানো হয়েছে।