‘স্যাম কারান কোনো কাজেরই না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪০ পিএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০২:১৮ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
২০০৮ সালে আইপিএল শুরুর পর থেকে একবারও শিরোপা জয় করতে পারেনি পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি। গত রোববার নিজেদের সবশেষ ম্যাচেও বাজেভাবে হেরেছে পাঞ্জাব কিংস। এবারের আসরেও পয়েন্ট টেবিলে নিচের দিকেই আছে দলটি, দশ দলের মধ্যে তাদের অবস্থান নয় নম্বরে, হেরেছে ৮ ম্যাচের ছয়টিতেই।
নিজেদের সবশেষ ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে তিন উইকেটে হেরেছে পাঞ্জাব, গতবারের ফাইনালিস্টদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৪২ রানে অল আউট হয় পাঞ্জাব। গুজরাটের বিপক্ষে এই ম্যাচে দলে ছিলেন না শিখর ধাওয়ান।
ধাওয়ান না নাথাকায় পাঞ্জাবের হয়ে ব্যাট হাতে ম্যাচ ওপেন করেছেন স্যাম কারান। তবে ওপেনিংয়ে ব্যাট করতে নেমেও নিজের যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার, ১৯ বল খেলে করেছেন ২০ রান।
ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর বোলিংয়েও নিজের সামর্থ্য দেখাতে পারেননি কারান, ২ ওভার বল করে একটি উইকেট নিলেও দিয়েছেন ১৮ রান। এমন পারফর্ম্যান্সের পর ইংলিশ এই অলরাউন্ডারের একহাত নিয়েছেন সাবেক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ।
এবারের আসরে পাঞ্জাবের হয়ে ৮ ইনিংস ব্যাট করে একটি ফিফটি সহ ১৫২ রান করেছেন কারান, খেলেছেন ১১৬.০৩ স্ট্রাইকরেটে। অন্যদিকে বল হাতে ৮ ম্যাচে ১৯.১৮ গড়ে তিনি নিয়েছেন ১১টি উইকেট, সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের দৌড়ে তিনি আছেন পাঁচ নম্বরে। এ তালিকায় শীর্ষে আছেন জস্প্রীত বুমরাহ, ৮ ম্যাচে তিনি নিয়েছেন ১৩ উইকেট।
এদিকে কারানকে নিয়ে সমালোচনা করতে গিয়ে শেবাগ বলেছেন এমন ক্রিকেটার কোনো কাজেরই না। কিংবদন্তি এই ভারতীয় ক্রিকেটার বলেন, ‘ব্যাটিং অলরাউন্ডার হোক বা বোলিং অলরাউন্ডার, আমি কারানকে দলে রাখতাম না। কারণ, যে কিছুটা বোলিং করে আবার কিছুটা ব্যাটিং করে এমন ক্রিকেটার কোনো কাজেরই না।’
শেবাগ আরও বলেন, ‘হয় তুমি তোমার ব্যাটিং দিয়ে দলকে জেতাও, নয়তো তোমার বোলিং দিয়ে দলকে জেতাও। হয় তুমি একদম শীর্ষে থাকার মত পারফর্ম করো আর নয়টো একেবারেই কোরো না।’