বার্সেলোনাকে জরিমানা করলো উয়েফা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৬ পিএম, ২০ এপ্রিল,শনিবার,২০২৪ | আপডেট: ০২:৩৩ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
পিএসজির মাঠে জিতেও নিজেদের মাঠে হারে বার্সেলোনা। এই হারে চ্যাম্পিয়ন্স লীগের চলতি আসরের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় কাতালান ক্লাবটি। তবে এর সঙ্গে এবার যুক্ত হলো আরও একটি দুঃসংবাদ। পিএসজির মাঠে প্রথম লেগে সমর্থকরা বর্ণবাদী আচরণ করায় স্প্যানিশ ক্লাবটিকে জরিমানা করেছে উয়েফা।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির মাঠে ৩-২ গোলে জেতে বার্সেলোনা। দ্বিতীয় লেগে বুধবার ঘরের মাঠে ৪-১ গোলে হেরে ইউরোপ সেরার মঞ্চ থেকে বাদ পড়ে কাতালান ক্লাবটি।
পার্ক দি প্রিন্সেসে প্রথম লেগে বার্সেলোনার সমর্থকরা বর্ণবাদী আচরণ করে। এছাড়া আতশবাজি ফুটিয়ে স্টেডিয়ামটির ক্ষয়ক্ষতি করেছে বলে ক্লাবটির ভক্তদের বিরুদ্ধে অভিযোগ করেছে উয়েফা। এই অভিযোগে বার্সেলোনাকে ৩২ হাজার ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আর সমর্থকদের মাধ্যমে হওয়া স্টেডিয়ামের ক্ষয়ক্ষতি মেটানোর জন্য পিএসজির সঙ্গে মীমাংসা করতে বার্সেলোনাকে ৩০ দিন সময় দিয়েছে উয়েফা।
শুধু আর্থিক জরিমানা নয় আরও একটি শাস্তি পাচ্ছে বার্সেলোনা। উয়েফার প্রতিযোগিতায় নিজেদের পরের ম্যাচের অ্যাওয়ে টিকেট নিজেদের সমর্থকদের কাছে বিক্রি করতে পারবে না ক্লাবটি। তবে এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে।