আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১১ এএম, ১৮ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০১:২৭ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় লেগে ১-০ গোলের জয় দিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে বাভারিয়ানরা।
দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখের জয় ৩-২ গোলে। দ্বিতীয় লেগে তাদের একমাত্র গোলটি জশুয়া কিমিখের। রাফায়েল গুয়েরেইরোর পাস থেকে ম্যাচের ৬৩ মিনিটে গোল করেন তিনি।
প্রথম লেগে সার্জ গনাব্রি ও হ্যারি কেনের গোলে ড্র করেছিল বায়ার্ন। আর্সেনালের গোল দুটি করেছিলেন বুকায়ো সাকা ও লেয়ান্দ্রো ট্রোসার্ড।
এ নিয়ে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৩ ম্যাচের ৮টিতেই জিতল বায়ার্ন। ৩টিতে জিতেছে আর্সেনাল। ২টি ম্যাচ ড্র।
চলতি মৌসুমে আগেই লিগ জয়ের দৌড় থেকে বাদ পড়েছে বায়ার্ন। তাদের ১১ বছরের আধিপত্যের অবসান ঘটিয়ে বুন্দেসলিগা জিতেছে বেয়ার লেভারকুসেন। বাভারিয়ানরা বাদ পড়েছে জার্মান কাপ থেকেও। চ্যাম্পিয়ন্স লিগটাই এ মৌসুমে তাদের একমাত্র আশা।