সেমিফাইনালের পথে পিএসজি বাঁধা উতরাতে পারবে বার্সেলোনা?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৯ পিএম, ১৬ এপ্রিল,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ১২:২৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বার্সেলোনা সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছিল ২০১৯-২০ মৌসুমে। এরপর ২০২০-২১ মৌসুমে রাউন্ড অব সিক্সটিন থেকে বাদ পড়লেও গত দুই মৌসুমে গ্রুপ পর্বই পেরোতে পারেনি কাতালান ক্লাবটি। তবে এবার সেমিফাইনালের স্বপ্ন দেখছে দলটি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজিকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিয়েছে জাভি হার্নান্দেজের দল। আজ দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠে ফরাসি জায়ান্টদের হারালে কিংবা ড্র করলেও নিশ্চিত হবে সেমিফাইনাল।
পার্ক দ্য প্রিস্নেসে বার্সেলোনার কাছে হেরে বেশ বড় এক ধাক্কাই খেয়েছে লুইস এনরিকের পিএসজি। প্রথম লেগে পরাজিত হওয়ায় সেমিফাইনাল থেকে দূরে সরে গেছেন কিলিয়ান এমবাপেরা।
তবে প্রথম লেগে হারলেও দ্বিতীয় লেগে জয়ের ব্যাপারে আশাবাদী এনরিকে। তিনি জানিয়েছেন, বার্সাকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে সেমিফাইনালে ওঠবে তাঁর দল। কাতালানদের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, ‘আমরা দৃঢ় বিশ্বাসি যে আমরাই জিতব। প্রথম লেগের ম্যাচে আমরা বেশ খেলেছি, কিন্তু ফলাফল আমাদের পক্ষে যায়নি। ৩-২ স্কোর লাইনের অর্থ আমাদের এখানে জয়ের জন্য খেলতে হবে।’
এদিকে ৩-২ গোলে এগিয়ে থাকলেও আত্মতৃপ্তিতে নেই বার্সা কোচ জাবি। বরং তিনি বেশ ভালো করেই জানেন যে পিএসজির আজকের ম্যাচে বেশ ভোগাবে তাদের। সে জন্য আগে থেকেই দলকে সতর্ক করেছেন তিনি।
ম্যাচের আগে জাবি বলেন, ‘আমাদের সমর্থকদের আরও বেশি সমর্থন করতে হবে কারণ পিএসজি আমাদের ভোগাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের হারাতে আমাদের একটি দল হতে হবে। সবাইকে একসঙ্গে হতে হবে।’
পিএসজির বিপক্ষে এই ম্যাচকে বাচা-মরার লড়াই আখ্যা দিয়ে জাবি বলেন, ‘যে অবস্থায় আছি, সেটা নিয়ে আমরা খুশি ও গর্বিত। আমার মনে হচ্ছে, দারুণ কিছু মুহূর্ত পেতে যাচ্ছি এবং আমি রোমাঞ্চিত। সেটা এরই মধ্যে উপলব্ধি করতে পারছি। আমাদের আবেগ ও মেজাজকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা বাঁচা-মরার ম্যাচ। বলের নিয়ন্ত্রণ নিতে চাই আমরা। দলের সেরা দিক ও রূপ দেখাতে চাই।’