পেনাল্টি মিসের পর এমবাপ্পের গোল, ফাইনালে পিএসজি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৮ পিএম, ৪ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০১:৫০ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
৩৭ মিনিটে করলেন পেনাল্টি মিস। ভুলটা শুধরে নিতে অবশ্য দেরি করেননি। পেনাল্টি মিসের মাত্র তিন মিনিট পরই গোল! পরে কিলিয়ান এমবাপ্পের সেই গোলকে পুঁজি করেই ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠেছে পিএসজি।
গোলটি ম্যাচের ১২ মিনিটেই পেতে পারতেন এমবাপ্পে। ১২ মিনিটে উসমান দেম্বেলের থ্রু পাস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন পিএসজি ফরোয়ার্ড। কিন্তু তাঁর শট রুখে দেন রেঁনে গোলকিপার স্টিভ মান্দান্দা। তাঁর পায়ে লাগার পর বল বারে লেগেছে। ৩৭ মিনিটে নিজেদের বক্সে এমবাপ্পেকে ফাউল করে পেনাল্টি হজম করেন রেঁনে সেন্টারব্যাক ওয়ার্মড ওমারি। কিন্তু পেনাল্টি থেকে এমবাপ্পের শট রুখে দেন রেঁনের ফরাসি গোলকিপার। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন এমবাপ্পে।
তিন মিনিট পর অবশ্য আর এমবাপ্পেকে ঠেকানো যায়নি। ফাবিয়েন রুইজের পাস পেয়ে শট নিয়েছিলেন এমবাপ্পে। বল ওমারির গায়ে লাগায় ‘রং ফুটেড’ হয়ে পড়েন মান্দান্দা এবং তাই আর ঠেকাতে পারেননি। বল ঢুকে পড়ে জালে। সেমিফাইনালে রেঁনের বিপক্ষে ১-০ গোলের এই জয়ে ফাইনালে উঠেছে লুইস এনরিকের দল। ২৫ এপ্রিল ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজির প্রতিপক্ষ লিঁও। গত মঙ্গলবার অপর সেমিফাইনালে ভ্যালেন্সিয়েসকে ৩-০ গোলে হারায় লিঁও। পিএসজি এই টুর্নামেন্টে রেকর্ড ১৪বার শিরোপা জিতেছে।
ফাইনালে ওঠার পর পিএসজি কোচ এনরিকে বলেছেন, ‘ভালো লাগছে। এ মৌসুমে ফ্রেঞ্চ কাপ আমাদের অন্যতম লক্ষ্য ছিল। ফাইনালটা জিততে পারলে সেটি সবার জন্যই সন্তুষ্টির হবে।’ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে আগামী সপ্তাহে বার্সেলোনার মুখোমুখি হবে পিএসজি।
লিগ আঁতেও দ্বিতীয় ব্রেস্তের সঙ্গে ১২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে এনরিকের দল। লিগে ২৭ ম্যাচে পিএসজি ৬২ পয়েন্ট তুলেছে। তাই মৌসুমের এ পথ পর্যন্ত দলের পারফরম্যান্সে সন্তুষ্টিই ঝরল এনরিকের কণ্ঠে, ‘লিগ এবং কাপ টুর্নামেন্টে আমরা ভালো অবস্থানে আছি। সুপার কাপ জিতেছি এবং চ্যাম্পিয়নস লিগে ঠিক যেখানে থাকতে চাই, সেখানেই আছি।’