চেন্নাইয়ের হারের রাতে ধোনির ঝড়ো ইনিংস, গড়েছেন রেকর্ডও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৩ পিএম, ১ এপ্রিল,সোমবার,২০২৪ | আপডেট: ০৮:৩৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংস প্রথম দুইটি ম্যাচই খেলেছিল নিজেদের ঘরের মাঠে। প্রথম দুই ম্যাচে জয় তুলে নেয়ার পর আসরে নিজেদের প্রথম ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল দিল্লী ক্যাপিটালসের। বিশাখাপট্টনমে হওয়া ম্যাচটিতে হওয়া ম্যাচটি পাঁচ বারের চ্যাম্পিয়নরা যে শেষ পর্যন্ত হেরেছে তা অবশ্য দেখে বুঝার কোনো উপায়ই ছিল না।
চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাট করে গতকাল ৫ উইকেটে দিল্লী সংগ্রহ করেছিল ১৯১ রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে কাল অবশ্য জ্বলে ওঠতে পারেনি চেন্নাইয়ের টপ অর্ডার। দুই ওপেনার দ্রুত ফেরার পর শিবম দুবে, সামির রিজভিও ব্যর্থ হন।
এদিকে এমন দিনে এবারের আসরে প্রথমবারের মত ব্যাট করতে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। দলের প্রয়োজনের সময় ব্যাট হাতে ঝড়ো ইনিংসও খেলেছেন তিনি। ১৬ বল খেলে ৪ চার আর ৩ ছয়ে করেছেন ৩৭ রান। তবে ধোনির এমন ক্যামিওর পরও ম্যাচটি জিতে নিতে পারেনি চেন্নাই, হেরেছে ২০ রানের ব্যবধানে।
এদিকে দল হারলেও গতকাল হ্যালারিতে উল্লাস করেছে চেন্নাই এবং ধোনির সমর্থকরা। নিজেদের প্রিয় তারকাকে দীর্ঘ সময় পর ব্যাট হাতে পুরনো দিনের মত ঝড় তুলতে দেখায় আবেগাপ্লুত হয়েছিলেন তারা।
ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি কাল উইকেটের পেছনে গ্লাভস হাতেও দারুণ এক রেকর্ড গড়েছেন ধোনি। দিল্লীর হয়ে কাল ২৭ বলে ৪৩ রান করা পৃথ্বী শ কাল আউট হয়েছেন রবীন্দ্র জাদেজার বলে ধোনির হাতে ক্যাচ হয়ে। পৃথ্বীর ক্যাচ নিয়ে কাল প্রথম উইকেটরক্ষক হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০টি ডিসমিসাল করার মাইলফলক ছুঁয়েছেন তিনি।
এদিকে এই রেকর্ডটি আরও আগে থেকেই ছিল তাঁর নামে। ধোনির পর এ তালিকার দুইয়ে আছেন কামরান আকমল, তিনি করেছেন ২৭৪টি ডিসমিসাল, আকমলের সমান ডিসমিসাল নিয়ে তিনে আছেন ভারতের দীনেশ কার্তিক, ২৭০টি ডিসমিসাল নিয়ে কুইন্টন ডি কক আছেন চারে আর পাঁচে আছেন জশ বাটলার, তাঁর ডিসমিসাল সংখ্যা ২০৯।