ফলো অন এড়াতে পারবে বাংলাদেশ?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০০ পিএম, ১ এপ্রিল,সোমবার,২০২৪ | আপডেট: ০১:৫৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। সিলেট টেস্টের সেই হারের পর চট্টগ্রামেও একই ঘটনার সম্মুখীন টাইগাররা। স্বাগতিকদের বিপক্ষে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৫৩১ রানের বিশাল এক লক্ষ্য দাঁড় করায় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ব্যাট হাতে কোনো প্রতিরোধই গড়তে পারেনি নাজমুল শান্তর দল। আজ তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শেষ না হতেই ইতোমধ্যে ৭ উইকেট হারিয়েছে টাইগাররা।
তাইজুল ইসলাম ও জাকির হাসান মিলেই আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন। গতকাল ২৮ রানে দিনশেষ করা জাকির আজ সকালেই তুলে নিয়েছেন নিজের ফিফটি। তবে এরপর আর ইনিংস বড় করতে পারেননি তিনি, দলীয় ৯৬ রানে বিশ্ব ফার্নান্দোর বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৫৪ রানে সাজঘরে ফিরেন তিনি।
এরপর ক্রিজে তাইজুলের সঙ্গী হন অধিনায়ক নাজমুল শান্ত। তবে টাইগার অধিনায়ক আরও একবার হতাশ করেছেন দলকে। প্রয়োজনের সময়ে তিনি উইকেটে টিকতে পেরেছেন কেবল ১১ বল, সাজঘরে ফিরেছেন কেবল ১ রান করেই।
এদিকে লঙ্কান বোলারদের সামলে আজ বেশ ভালোই খেলছিলেন তাইজুল ইসলাম। কিন্তু দ্রুত দুই উইকেট হারানোর পর হার মানতে হয়েছে তাকেও। তবে ফেরার আগে ৬১ বল খেলেছেন তিনি, করেছেন ২২ রান। এদিকে মধ্যাহ্নবিরতির আগে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। এদিকে বিরতি থেকে ফিরেও সুবিধা করে ওঠতে পারেনি বাংলাদেশ। দীর্ঘ এক বছর পর সাদা পোশাকে মাঠে নামা সাকিব আল হাসান আউট হয়েছেন ২৩ বলে ১৫ রান করে।
সাকিব ফেরার পর হতাশ করেছেন লিটন দাসও। সিলেট টেস্টে অবিবেচকের মত শট খেলে আউট হওয়া এই ব্যাটার আজ আউট হয়েছেন ৩ বলে ৪ রান করে। এক ওভারেই সাকিব-লিটনকে ফিরিয়েছেন আসিতা ফার্নান্দো। এরপর ক্রিজে মুমিনুলের সঙ্গী হয়েছিলেন শাহাদত দিপু। তবে তিনিও দলের প্রয়োজনে প্রতিরোধ গড়তে পারেননি। এদিকে দীপু ফেরার পর মুমিনুলের সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ছিলেন মেহেদী মিরাজ।
তবে শেষ পর্যন্ত তিনিও পারেননি নিজের উইকেট রক্ষা করতে। প্রবাদ জয়সুরিয়ার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হয়েছেন তিনি। ফলে ১৬৫ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে এখন ধুকছে বাংলাদেশ। ফলো অন এড়াতে এখনও টাইগারদের প্রয়োজন ১৬৭ রান, হাতে আছে কেবল ২ উইকেট।