গতির ঝড় তোলা রানার ব্যাট হাতে বিশ্বরেকর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৩ এএম, ২৭ মার্চ,
বুধবার,২০২৪ | আপডেট: ০২:২১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
গতিময় বোলিংয়ে নজর কেড়েছেন নাহিদ রানা। সিলেট টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক। প্রতিপক্ষের ব্যাটারদের নাভিশ্বাস তুলে বাংলাদেশের ডানহাতি এই ফাস্ট বোলার এখন আলোচনায়। তবে ব্যাট হাতে স্নায়ুর চাপে পিষ্ট হয়ে গড়েছেন এক বিশ্বরেকর্ড।
সিলেট টেস্টে রান পাননি দুই ইনিংসেই। খেলেন ৮টি করে বল। কিন্তু খোলা হয়নি রানে খাতা। এ নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা ১৮ ইনিংসে রানের দেখা পাননি রানা। যদিও গত বছরের নভেম্বরে ৩৪ বছরের পুরোনো এ রেকর্ডটি নিজের দখলে নেন তিনি।
টানা ১৩ ইনিংসে রান না করে, মার্ক রবিনসনের রেকর্ড ভেঙেছিলেন তিনি। এর আগে ১৯৯০ সালে টানা ১২ ইনিংসে রান করতে পারেননি ২২৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা সাবেক এই ইংলিশ পেসার।
২০২১-২২ মৌসুমে জাতীয় লিগে রাজশাহী বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের অভিষেক হয় রানার। এরপর থেকে ১৬টি ম্যাচে ২২ ইংনিসে ব্যাট করতে নামেন রানা। এর মধ্যে মাত্র তিন ইনিংসে পেয়েছেন রানের দেখা। সব মিলিয়ে তার রান ১১
পরের মৌসুমে রাজশাহীর প্রথম ম্যাচে একবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৩ রানে অপরাজিত থাকেন তিনি। পরের ম্যাচেও এক ইনিংসে ব্যাট করার সুযোগ পান। সেবার করেন ৪ রান।
আর ওটাই শেষ। এরপর থেকে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আর জাতীয় দল মিলিয়ে টানা ১৮ ইনিংসে রানের খাতা খুলতে পারেননি ২১ বছর বয়সী এই ফাস্ট বোলার।
টানা ১৮ ইনিংসে রান না পেলেও পরপর দুই ইনিংসে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড নেই তার। এর মধ্যে ৬ বার অপরাজিত থাকা রানা, টানা সর্বোচ্চ ৫ ইনিংসে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। তবে নিজের মূল কাজ বোলিংটা বেশ ভালোভাবে করে যাচ্ছেন নাহিদ রানা। ১৬ প্রথম শ্রেণির ম্যাচে ২৩.৪৭ গড়ে ৬৮ উইকেট শিকার, তারই প্রমাণ।