অস্ট্রিয়ান ফুটবলারের দ্রুততম গোলের বিশ্বরেকর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৪ এএম, ২৫ মার্চ,সোমবার,২০২৪ | আপডেট: ০১:০৪ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ফুটবলে এখন চলছে আন্তর্জাতিক বিরতি। ইউরোপ ও আশেপাশের ক্লাব মাতানো ফুটবলাররা এখন তাদের নিজ নিজ দেশের হয়ে ফুটবল মাঠ কাপাচ্ছেন। শনিবার (২৩ মার্চ) মাঠে নেমেছিল অনেকগুলো দেশ। দুর্দান্ত ফুটবলের পাশাপাশি দর্শকদের অনেকগুলো রেকর্ডও উপহার দিয়েছে দেশগুলো। যার মধ্যে উল্লেখযোগ্য একটি হল কালকে রাতে নতুন করে লিখতে হয়েছে দ্রুততম গোলের বিশ্বরেকর্ড।
শনিবার (২৩ মার্চ) রাতে সবচেয়ে দ্রুততম গোলের বিশ্বরেকর্ড ফুটবল বিশ্বকে নতুন করে লিখতে বাধ্য করল অস্ট্রিয়ার মিডফিল্ডার ক্রিস্টফ বমগার্টনার। স্লোভাকিয়ার বিপক্ষে মাত্র ৬ সেকেন্ডে ২৫ গজ থেকে দূরপাল্লার শটে অস্ট্রিয়ার এই মিডফিল্ডার এই বিশ্বরেকর্ড গড়েন। বিবিসি এটিকে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে দ্রুততম গোল বলে দাবি করছে। ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারের এই বিশ্বরেকর্ডের দিনে তার দলও জিতেছে ২-০ গোলে।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতকাল রাতে মুখোমুখি হয়েছিল স্লোভাকিয়া ও অস্ট্রিয়া। এই ম্যাচের আগে আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে দ্রুততম গোলটি হয়েছিল ৭ সেকেন্ডে। ২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে জার্মানির লুকাস পোডলস্কি দ্বিতীয় দ্রুততম গোলটি করেছিলেন।
গতকালের ম্যাচ দিয়ে অস্ট্রিয়া টানা চার ম্যাচে জয় তুলে নিল। প্রতিবেশি দেশ জার্মানিতে চলতি বছরের জুনে আসর বসবে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের। তার আগে যে তারা প্রস্তুতি দারুণভাবেই সারছে সেটা বলাই যায়।
গতকালের ম্যাচটি যদিও অস্ট্রিয়া খেলেছে স্লোভাকিয়ার মাঠে। স্বাগতিক দর্শকরা যখন পুরোপুরি সিটেও বসেননি, সেই মুহূর্তে তাদের স্তব্ধ করে দিয়ে সপ্তম সেকেন্ডে দ্রুততম গোলটি করেন আরবি লাইফজিগের তারকা বমগার্টনার। ম্যাচ শুরুর কিক-অফের পর তিনি সতীর্থের পাসে বল পান। সেখান থেকে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের চ্যালেঞ্জ এড়িয়ে এগিয়ে গিয়ে বক্সের সামনে থেকে ডান পায়ের নিচু শট নেন বমগার্টনার। জোরালো শটটি কোনাকুনি গিয়ে জালে জড়ায়। তার বিশ্বরেকর্ড গড়া গোলের পর ম্যাচের ৮২তম মিনিটে আরেকটি গোল করেছেন আন্দ্রয়াস ভাইমান।
এর আগে ১৯৯৩ বিশ্বকাপের বাছাইপর্বে সান মারিনোর বিপক্ষে ইংল্যান্ডের ডেভিড গারত্রিয়েরি এবং ২০১৭ সালে জিব্রাল্টারের বিপক্ষে বেলজিয়ামের ক্রিস্টিয়ান বেনটেক আট সেকেন্ডে গোলের রেকর্ড গড়েছিলেন।