ইতালির ধর্ষণকাণ্ডে ব্রাজিলে জেল খাটবেন রবিনহো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৯ পিএম, ২১ মার্চ,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৮:৩০ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
যৌন নিগ্রহের অভিযোগে স্পেনের জেলে রয়েছেন ব্রাজিল তারকা দানি আলভেজ। চূড়ান্ত রায় না এলেও এ বিষয় নিয়ে সরগরম ফুটবল বিশ্ব। এর মাঝে আরেক ব্রাজিল তারকা রবিনহো হলেন একই ইস্যুতে সংবাদ শিরোনাম। ইতালিতে ধর্ষণকাণ্ডের শাস্তি হিসেবে ব্রাজিলে কারাবাস খাটতে যাচ্ছেন রবিনহো।
রবিনহো ধর্ষণের কাণ্ড ঘটিয়েছিলেন ইতালির এসি মিলানে। কিন্তু সাজা খাটতে হবে ব্রাজিলে। প্রথমে এই রায় দিয়েছিল ইতালির আদালত। গতকাল একই রায় দেয় ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার আদালত। ভোটের মাধ্যমে ঠিক হওয়া এ রায়ে ১১ ভোটের মধ্যে ৯টিই পড়েছে ইতালির আদালতে হওয়া শাস্তি দাবির পক্ষে।
আদালতের রায়ে বলা হয়েছে, অবিলম্বে রবিনহোর সাজার মেয়াদ শুরু করতে হবে। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন রবিনহোর আইনজীবী জোসে আলকমিন। তবে এখনই হাল ছাড়ছেন না তারা। সাংবাদিকদের আলকমিন জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
ইতালির ক্লাব এসি মিলানে খেলার সময় ২০১৩ সালে মিলানের এক নৈশ ক্লাবে আলবেনিয়ান এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে রবিনহোর বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালে রবিনহোকে ৯ বছরের কারাদণ্ড দেন ইতালির আদালত।
রায়ের বিরুদ্ধে আপিল করেও ফল পাননি ব্রাজিল তারকা। ২০২২ সালে ইতালির সর্বোচ্চ আদালত তার শাস্তি বহাল রাখেন এবং একই সঙ্গে ব্রাজিল সরকারকে তা কার্যকর করার অনুরোধ জানান।
এই ঘটনায় ক্যারিয়ারের শেষ সময়েও বেশ ভুগতে হয়েছে রবিনহোকে। রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবে খেলে শেষে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও তাকে মাঠে নামতে দেয়নি ক্লাবটি। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়া তার সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোস।