নারী অধিকার ইস্যুতে ফের আফগান সিরিজ স্থগিত করল অস্ট্রেলিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০০ পিএম, ১৯ মার্চ,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০১:০৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আবারও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করল ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসির ফিউচুর ট্যুরের অংশ হিসেবে এ বছরের আগস্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। রশিদ খান-মোহাম্মদ নবিদের বিপক্ষে সিরিজটি হওয়ার কথা ছিল আরব আমিরাতে। তবে আফগানিস্তানে তালেবান শাসনের জের ধরে দুই দফা তাদের সঙ্গে সিরিজ খেলেনি অস্ট্রেলিয়া। ফের একই পথে হাঁটল তারা। তৃতীয়বারের মতো আফগানিস্তানের সঙ্গে পূর্ব নির্ধারিত সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া।
আজ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সেই সিরিজ না খেলার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গত তিন বছরে তিনবার রশিদ খানদের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানাল তারা। কারণ নারীর মানবাধিকার হরণের অভিযোগ।
সিএ বিবৃতিতে বলা হয়েছে, '১২ মাস ধরে সিএ অস্রেলিয়া সরকারের সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ক্রমাগত আলোচনা করেছে। সরকারের মতে নারীও নারী-শিশুদের জন্য আফগানিস্তানের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই কারণে আমরা আমাদের পূর্বের অবস্থানেই অটল থাকছি এবং আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করছি।'
সিএ এই সময় বিশ্বজুড়ে নারী ও নারী-শিশুদের ক্রিকেটে অংশগ্রহণকে সমর্থন জুগিয়ে যাবে এবং এ বিষয়ে আইসিসি ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত থেকে নিবিড়ভাবে কাজ করে যাওয়ার কথা জানায়। অবস্থার পরিবর্তন হলে ভবিষ্যতে স্থগিত সিরিজ খেলার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে।
আইসিসির পূর্ণ সদস্য থাকা দেশগুলির মধ্যে কেবল আফগানিস্তানেরই নারী ক্রিকেট দল নেই। ২০২১ সালের আগস্টে তালেবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে মেয়েদের ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছে। ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের পাশাপাশি অনেক কিছুতেই কেড়ে নেওয়া হয়েছে মেয়েদের অধিকার। এরই প্রতিবাদে আফগানদের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে অনীহা অস্ট্রেলিয়ার।
২০২১ সালের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত বছর আফগানিস্তানের সঙ্গে খেলেনি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এবার বাতিল করল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।