জাভির লাল কার্ডের ম্যাচে অ্যাটলেটিকোকে হারালো বার্সেলোনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১০ পিএম, ১৮ মার্চ,সোমবার,২০২৪ | আপডেট: ০৪:২৪ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
লা লিগা শিরোপার লড়াইয়ে রিয়াল মাদ্রিদ শক্ত অবস্থানে আছে। কিন্তু বার্সেলোনা মৌসুমের অন্যতম কঠিন ম্যাচ জিতে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যোগ দিলো। রবিবার অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা, বেশিরভাগ সময় তারা ডাগআউটে পায়নি কোচ জাভি হার্নান্দেজকে। দুটি হলুদ কার্ড দিয়ে তাকে লাল কার্ড দেখান রেফারি।
৩-০ গোলে মাদ্রিদ ক্লাবের মাঠে জিতে পয়েন্ট টেবিলে জিরোনাকে পেছনে ফেলেছে বার্সা। ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। আট পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে রিয়াল (৭২)। আর অ্যাটলেটিকো মৌসুমের প্রথম হোম ম্যাচ হেরে ৫৫ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে। চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের স্থান চার নম্বর থেকে এক পয়েন্ট পেছনে তারা।
গত ডিসেম্বরে জোয়াও ফেলিক্সের জয়সূচক গোলে অ্যাটলেটিকোকে হারিয়েছিল বার্সেলোনা। পর্তুগিজ তারকা আবারও তার সাবেক ক্লাবের বিপক্ষে জালের দেখা পান।
৩৮তম মিনিটে রবার্ট লেভানডোভস্কির পাস ধরে ফেলিক্স জাল কাঁপান। প্রথমার্ধেই কোচ জাভি রেফারির সঙ্গে দ্বিমত পোষণ করে লাল কার্ড দেখেন।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে অ্যাটলেটিকোর রদ্রিগো ডি পলের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে লেভানডোভস্কিকে দিয়ে মৌসুমের ১৩তম লিগ গোল করান রাফিনহা।
লেভানডোভস্কির দ্বিতীয় অ্যাসিস্টে ৬৫তম মিনিটে ফারমিন লোপেজ লাফিয়ে হেড করে তৃতীয় গোল করেন।