ফুটবলার রাজিয়ার অকাল মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৩ পিএম, ১৪ মার্চ,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৯:১৪ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জাতীয় নারী ফুটবল দলের সাবেক ফরোয়ার্ড রাজিয়া খাতুন আর নেই। মাত্র ২৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজিয়ার মৃত্যু সংক্রান্ত একটি পোস্ট করেছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। খবরের কাগজকেও রাজিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
সাবিনার মতো রাজিয়াও সাতক্ষীরার মেয়ে।
জানা গেছে সন্তান প্রসবের পর রাজিয়ার মৃত্যু হয়। গতকাল রাতে পুত্র সন্তান প্রসব করেন রাজিয়া। পরে ভোর তার মৃত্যু হয়।
কৃষ্ণা-সানজিদাদের সঙ্গে বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছেন রাজিয়া। পরে জাতীয় দলেরও প্রতিনিধিত্ব করেন। তবে বছর তিন-চারেক হলো তিনি বাফুফের ক্যাম্পের বাইরে ছিলেন।
২০২২ সালে অনুষ্ঠিত মেয়েদের সবশেষ লিগে খেলেছিলেন রাজিয়া।