যে একাদশ নিয়ে আজ মাঠে নামতে পারে টাইগাররা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৫ পিএম, ১৩ মার্চ,
বুধবার,২০২৪ | আপডেট: ০৬:২৪ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বছরের প্রথম ওয়ানডেতে আর কিছুক্ষণ পরেই মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের সবচেয়ে বড় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগের দিনই সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে কিছুটা আভাস দিয়ে রেখেছিলেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। তবে টাইগার অধিনায়কের সামনে একাদশ সাজানোর একাধিক বিকল্পও রয়েছে।
দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে প্রথমেই ওপেনিং মাথা ব্যাথার কারণ হয়ে দাড়াবে। তবে দলে থাকা প্রতিষ্ঠিত চার ওপেনারের মধ্যে লিটস দাস ও সৌম্য সরকারেরে থাকার সম্ভাবনাই বেশি।
ওপেনিংয়ের পর তিনে দেখা যাওয়ার কথা নাজমুল হোসেন শান্তর। এরপর একে একে নামার কথা মুশফিক, হৃদয় এবং রিয়াদের। স্পিন অপশনে মিরাজের পাশে দেখা যেতে পারে রিশাদকে। আর তিন পেসার হিসেবে শরিফুল, তাসকিন খেলার সম্ভাবনা প্রায় নিশ্চিত।
বাংলাদেশ একাদশ—নেই মোস্তাফিজ
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।