চার বছরে প্রথমবার কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৫ এএম, ১৩ মার্চ,
বুধবার,২০২৪ | আপডেট: ০৮:০৭ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
গত দুই বছর গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে যেন ভুলে গিয়েছিল কাতালান জায়ান্টরা। ২০১৯-২০ মৌসুমের পর থেকে শেষ আটে ওঠা হয়নি তাদের। অবশেষে চার বছরে প্রথমবার কোয়ার্টার ফাইনালের টিকিট কাটলো তারা।
আগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। ওই মৌসুম শেষে ক্লাব ছেড়ে চলে যান লিওনেল মেসি। তাকে ছাড়া এই প্রথমবার কোয়ার্টার ফাইনালে সাবেক চ্যাম্পিয়নরা। মঙ্গলবার নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। শেষ ষোলোর দুই লেগে ৪-২ গোলের অগ্রগামিতায় শেষ আটে বার্সা।
নেপলসে নাপোলির সঙ্গে প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল বার্সা। অস্থায়ী হোম গ্রাউন্ড অলিম্পিক স্টেডিয়ামে ১৭ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় তারা। দুটো গোলেই অবদান ছিল রাাফিনহার।
এই দুটি গোলের প্রথমটি করেন ফারমিন লোপেজ। রাফিনহা দারুণ পাস দেন পেনাল্টি এরিয়ার দিকে। ১৫ মিনিটে লোপেজ ঠাণ্ডা মাথায় কোনাকুনি শটে জাল কাঁপান।
পরের গোলটি করতে পারতেন রাফিনহা। কিন্তু ব্রাজিলিয়ান তারকার শট ডানপাশের পোস্টে লেগে ফিরে আসে। জোয়াও কানসেলো গোলপোস্টের মাঝ দিয়ে জালে বল জড়ান।
ম্যাচে টিকে থাকতে নাপোলির দরকার ছিল দুই গোল। প্রথমার্ধে ৩০ মিনিটের মাথায় একটি গোল শোধ দেয় তারা। মাত্তেও পলিতানোর অ্যাসিস্টে রাহমানি স্কোর ১-২ করেন।
তারপর থেকে ম্যাচে সমতা ফেরাতে জোর প্রচেষ্টা চালায় নাপোলি। খভিচা কভারাতস্কেলিয়ার শট গোলবারের পাশ দিয়ে যায়। ভিক্টর ওশিমেন বার্সার বক্সে ঢুকে পড়ে গেলে পেনাল্টির আবেদন জানায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। রেফারি তাতে সাড়া দেননি।
রাফিনহা আবার বার্সার ব্যবধান বাড়াতে আক্রমণে যান। তার শট এবার ফিরিয়ে দেন অ্যালেক্স মেরেট। লামিনে ইয়ামাল জাল কাঁপালেও অফসাইডে তা বাতিল হয়।
নাপোলি সমতাসূচক গোলের জন্য পুরোপুরি আক্রমণাত্মক হয়ে ওঠে। এই সুযোগে তাদের ফাঁকা রক্ষণ ভেদ করে গোল পায় বার্সা। সার্জি রবার্তোর পাস ধরে রবার্ট লেভানডোভস্কি খালি জালে বল জড়ান। বার্সা তাতে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল।