প্রথম পেসার হিসেবে অ্যান্ডারসনের রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৭ পিএম, ৯ মার্চ,শনিবার,২০২৪ | আপডেট: ০৬:৫৮ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
টেস্ট ক্রিকেটের লম্বা ইতিহাসে মাত্র দুইজন বোলার ৭০০ উইকেটের মাইলফলক পার করেছেন। সেই দুইজনই আবার স্পিন কিংবদন্তি। বলা হচ্ছে শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের কথা। প্রায় ১৭ বছর ধরে ক্রিকেটের যে তালিকায় একা শুধু এই দুই স্পিন জাদুকর রাজত্ব করেছেন এবার সেই তালিকায় যোগ হল আরেক নতুন নাম। টেস্ট ক্রিকেটের ৭০০ উইকেটের এলিট ক্লাবে নতুন নাম হিসেবে অর্ন্তভুক্ত হলেন জেমস অ্যান্ডারসন। শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনের পর প্রথম বোলার এবং ইতিহাসের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন।
ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট শেষেই তার উইকেট ছিল ৬৯৮টি। সেই হিসেবে ধর্মশালা টেস্টেই তার মাইলফলক স্পর্শ করার কথা। টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেই শুবমান গিলকে আউট করে মাইলফলকের একদম কাছে চলে যান এই পেসার তবে গতকাল সেই রেকর্ডে নাম লেখানো হয়নি। আজ টেস্টের তৃতীয় দিনে কুলদীপ যাদবকে ফিরিয়ে সেই মুহূর্তটি পেয়ে গেলেন অ্যান্ডারসন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলার হলেও একদিক দিয়ে অ্যান্ডারসন কিন্তু প্রথম। আগের দুইজন ওয়ার্ন ও মুরালিধরন দুইজনই স্পিনার আর অ্যান্ডারসন পেসার।
ওয়ার্ন এবং মুরালির কাছে বেশ কয়েকদিক থেকে অবশ্য পিছিয়ে অ্যান্ডারসন। প্রথমত ৭০০ উইকেটে পেতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন (১৮৭)। অন্যদিকে মুরালিধরনের লেগেছিল ১১৩ টেস্ট আর ওয়ার্ন মাইলফলক ছুঁয়েছিলেন নিজের ১৪৪তম ম্যাচে।
ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় অবশ্য ৮০০ উইকেট নেওয়া মুরালিধরন বলতে গেলে সবার ধরাছোঁয়ার বাইরে। ৪১ বছর বয়সী অ্যান্ডারসনের সামনে অবশ্য ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্নকে ধরার সুযোগ রয়েছে।
২০০৬ সালে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৭০০ টেস্ট উইকেটের রেকর্ড গড়েছিলেন ওয়ার্ন। বছর খানেক পরই এই এলিট ক্লাবে নাম লেখান মুরালিধরন। লঙ্কান এই স্পিনার বাংলাদেশের বিপক্ষে ক্যান্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটসম্যান সৈয়দ রাসেলকে আউট করে ৭০০ উইকেটের মাইলফলকে পৌঁছান।
একটি দিক থেকে অবশ্য অনন্য অ্যান্ডারসন। ৪১ বছর বয়সী এই ইংলিশ পেসার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। ওয়ার্ন ও মুরালির দুজনেই ৭০০ উইকেট পেয়েছেন ৪০ বছরের কম বয়সে।