প্রথম ব্রিটিশ হিসেবে ইউরোপে ‘ফিফটি’ কেইনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৩ এএম, ৬ মার্চ,
বুধবার,২০২৪ | আপডেট: ১১:০৪ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
লাৎসিওর বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে গতকাল রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় নেমেছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলে সেই পিছিয়ে থাকা থেকে ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়ে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে জার্মান ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের জয়ে বায়ার্নের কোয়ার্টার ফাইনালে ওঠার নায়কও কেইন। আর নায়ক হওয়ার রাতে দারুণ এক কীর্তিও গড়েছেন ইংল্যান্ডের এই স্ট্রাইকার। ব্রিটেনের প্রথম খেলোয়াড় হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব প্রতিযোগিতায় ন্যূনতম ৫০ গোলের মাইলফলক ছুঁলেন কেইন।
ম্যাচের ৩৮ মিনিটে রাফায়েল গুয়েরেরোর পাস থেকে উয়েফার ক্লাব প্রতিযোগিতায় নিজের ৫০তম গোলটি তুলে নেন কেইন। ৬৬ মিনিটে দ্বিতীয় গোল করে মাইলফলকটি টপকেও যান। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ২৭ গোল হয়ে গেল কেইনের।
ইউরোপে দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট ইউরোপা লিগে কেইনের গোলসংখ্যা ১৮ এবং কনফারেন্স লিগে করেছেন ৬ গোল। উয়েফা আয়োজিত ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় ২৪তম খেলোয়াড় হিসেবে অন্তত ৫০ গোল করলেন কেইন।
কেইনের আগে ব্রিটেনের খেলোয়াড়দের মধ্যে এত দিন সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ডের দখলে। ৪১ গোল করেছিলেন সাবেক এই মিডফিল্ডার। চ্যাম্পিয়নস লিগে করেছেন ২১ গোল, উয়েফা কাপ/ইউরোপা লিগ মিলিয়ে ৯ গোল, চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগ বাছাই মিলিয়ে করেছেন আরও ১১ গোল।