পঞ্চম ক্লাব বিশ্বকাপ শিরোপা জয় রিয়াল মাদ্রিদের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৩৩ এএম, ১২ ফেব্রুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৫:৪১ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
রিয়াল মাদ্রিদের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরো একটি পালক, ধরা দিয়েছে আরো একটি শিরোপা। আরো একবার নিজেদের পরিচয় করিয়ে দিলো বিশ্বের সেরা ক্লাব হিসেবে; ক্লাব বিশ্বকাপ শিরোপা গেছে রিয়াল মাদ্রিদে। এই নিয়ে পঞ্চমবার ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো রিয়াল মাদ্রিদ, তাদের থেকে বেশি এই শিরোপা জিততে পারেনি আর কোনো ক্লাব।
মরক্কোর প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে গড়ায় শিরোপা নির্ধারণী এই ম্যাচ। যেখানে দুই হালি গোলের রোমাঞ্চকর ম্যাচে সৌদি ক্লাব আল হিলালকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে করিম বেনজেমারা। স্প্যানিশ ক্লাবের পক্ষে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দে। বাকি গোলটি করেছেন ফিফার বর্ষসেরা ফুটবলার করিম বেনজেমা। সৌদির ক্লাবটির পক্ষে গোল করেছেন মুসা মারেগা, লুসিয়ানো ভিয়েত্তো।
ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট জোগাড় করেছিল সৌদি আরবের আল-হিলাল। ফলে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ছিল ক্লাবটি৷ ছিল ইতিহাসের দ্বারপ্রান্তেও, প্রথম সৌদি ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে আল হিলাল। ম্যাচেও বেশ লড়াইও করে তারা, দেখায় ঘুরে দাঁড়ানোর মানসিকতাও। পিছিয়ে থেকেও সমানতালে লড়াইয়ের সাহস দেখিয়েছে দলটা।
ম্যাচে ১৩ মিনিটেই পিছিয়ে যায় আল হিলাল, পিছিয়ে দেন ভিনিয়ুস জুনিয়র। আর মিনিট চারেক বাদে দারুণ এক ভলি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফেদে ভালভার্দে। তবে এরপরই খেলায় ফেরে আল হিলাল, পরের মিনিটেই কাঁপিয়ে দেয় রিয়ালের রক্ষণ। যদিও শেষ পর্যন্ত গোল পাওয়া হয়নি, মুসা মারেগার শট লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ২৬তম মিনিটে এই মারেগাই আল-হিলালকে এনে দেন প্রথম উপলক্ষ, গোল করে ব্যবধান কমিয়ে আনেন ২-১ গোলে।
প্রথমার্ধের শেষ দিকে দারুণ লড়াই হলেও আর গোল পায়নি কেউ। তবে বিরতির পর ফের শুরু হয় গোল উৎসব। ৫৪ মিনিট বাঁ প্রান্ত থেকে ভিনিসিয়ুসের ক্রস থেকে গোল করেন করিম বেনজেমা। মিনিট চারেক বাদেই গোলের হালি পূরণ হয় রিয়াল মাদ্রিদের, সেই সাথে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন ভালভের্দে। হিলাল পিছিয়ে যায় ৪-১ গোলে।
তবে এরপরেই ফের ম্যাচে ফিরে উত্তেজনা, ৬৩তম মিনিটে আল হিলাল পায় দ্বিতীয় গোলের দেখা। গোলদাতা লুসিয়ানো ভিয়েত্তো। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি, ৬৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল তুলে নেন ভিনিয়ুস জুনিয়র। ৫-২ গোলে এগিয়ে থাকায় একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তবে এরপর বেশ কয়েকটি জোরালো আক্রমণ করেও রিয়াল আর গোলের দেখা পায়নি৷ বরং ৭৯ মিনিটে আল হিলালের লুসিয়ানো ভিয়েত্তো নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান কমিয়ে আনে। ৫-৩ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ।