রংপুরের নতুন অধিনায়ক শোয়েব মালিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৩ এএম, ১৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৫:৩৯ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিপিএলে আজ খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। এইদিন তিনটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে রংপুর, রবিউল হক ও সাইম আইয়ুবের সাথে যেখানে নেই স্বয়ং অধিনায়ক নুরুল হাসান সোহান। রংপুরের হয়ে এদিন টস করতেও আসেননি তিনি। জানা যায়, চোটের কারণেই একাদশে নেই সোহান। তবে তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানি ব্যাটার শোয়েব মালিক।
এ সম্ভাবনা আগেই ছিল, তবে সোহানের পরিবর্তে শোয়েব মালিক টস করতে আসলে সম্ভাবনা বাস্তবে রূপ নেয়।
মূলত, সাইড স্ট্রেইনের ইনজুরিতে আক্রান্ত হয়েছেন সোহান। দীর্ঘদিন যাবত চোটে ভুগছিলেন তিনি। গতকাল অনুশীলনেও দেখা যায়নি তাকে। যদিও মাঠে এসেছিলেন, তবে অস্বস্তি বোধ করায় কিছুক্ষণ পরই মাঠ ছাড়েন দেশসেরা এই উইকেটকিপার ব্যাটার।
আজ ম্যাচ শুরুর কিছুক্ষণ পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় সমর্থকদের বিষয়টি অবহিত করে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। তারা লেখেন, ‘সাইড স্ট্রেইন ইনজুরিতে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। দিন কয়েকের বিশ্রাম শেষে পূর্ণাঙ্গ ফিট হয়ে জয়ের লড়াইয়ে ফিরবেন ক্যাপ্টেন, প্রত্যাশা দলের ফিজিওর।’