পাওয়ারপ্লেতে কুমিল্লার ৩ উইকেট তুলে নিলো সিলেট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৩৬ এএম, ৯ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৩:২৬ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারালেও দলটি প্রায় পঞ্চাশ রান তুলে ফেলেছে।
আজ সোমবার (০৯ জানুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন সিলেটের কাছে টসে হেরে আগে ব্যাটিং করতে নামেন কুমিল্লার ব্যাটসম্যানরা। এ নিয়ে সিলেট অধিনায়ক টানা তিন ম্যাচে তিনবারই টসে জিতলো। তিনবারই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
এদিন প্রথম ওভারে থিসারা পেরেরাকে দুই চারে দারুণ শুরু করেছিলেন লিটন কুমার দাস। তবে রানের লোভে ওয়াইড লেন্থের বলে উড়িয়ে মারতে গিয়ে থিসারার বলেই ক্যাচ দিয়ে ফিরে যান এই ব্যাটসম্যান। আউট হওয়ার আগে লিটন করেন ৮ রান।
লিটন ফিরলেও মাঠে নেমে ব্যাট হাতে আক্রমণ শুরু করেন সৈকত আলী। ১২ বলে দ্রুত ২০ রান তুলে ফেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। যেখানে চারটি চারের মার ছিল। সৈকতকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান সিলেটের পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।
ব্যাট হাতে এদিন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস চারে ব্যাটিং করতে নামেন। তবে ব্যাট হাতে চরম ব্যর্থ ছিলেন এই ক্রিকেটার। ২ বলে ১ রান করে মোহাম্মদ আমিরের বলে আকবর আলীকে ক্যাচ প্র্যাক্টিস করিয়ে বিদায় নেন ইমরুল।
তিন সঙ্গীকে হারালেও ওপেনিং করতে নামা ডেভিড মালান একপ্রান্তে আছেন অবিচল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ক্রিকেটার ১৬ রান করে অপরাজিত আছেন। কুমিল্লাও পাওয়ারপ্লে শেষে তুলেছে ৩ উইকেট হারিয়ে ৪৭ রান।