কোহলি-ওয়ার্নারদের পেছনে ফেলে লিটন দাসের ইতিহাস
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:১০ এএম, ৫ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১২:১৮ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
লিটন কুমার দাসের ২০২২ সালটা স্বপ্নের মতো কেটেছে। বছরজুড়ে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে তুলেছেন ১৯২১ রান। যা এক পঞ্জিকাবর্ষে দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষে নিজের আগের ১২তম ব্যাটিং র্যাংকিং ছুঁয়েছিলেন। এবার সবশেষ আইসিসির হালনাগাদকৃত টেস্ট র্যাংকিংয়ে লিটনের অবস্থান ১১তম। যা নিজের তো বটেই, দেশের হয়েও ইতিহাস গড়েছেন লিটন।
বাংলাদেশের কোনোর ব্যাটার এর আগে টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে ১১তম স্থানে যেতে পারেননি। রেকর্ড গড়তে তালিকায় লিটন পেছনে ফেলেছেন ভারতের ব্যাটিং গ্রেট বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারের মতো তারকাদের।
লিটনের রেটিং পয়েন্ট এখন ৭০২। ৭০০ পয়েন্ট পাওয়া খাজা পেছনে অবস্থান করছেন। এছাড়া ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও কোহলি ক্রমান্বয়ে আরও পেছনে রয়েছেন।
লিটন আগেও ২০২২ সালের মার্চে ৬৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম স্থানে ছিলেন লিটন। ভারত সিরিজের পর একই অবস্থান ফিরে পান।
টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন যথারীতি অস্ট্রেলিয়ার মারনাস লাবুশানে। দ্বিতীয় অবস্থানে রয়েছেন তারই স্বদেশি স্টিভেন স্মিথ। পাকিস্তান অধিনায়ক বাবর আজম তিন নম্বরে রয়েছেন।