৩১৪ রানে অলআউট ভারত, ৮৭ রানের লিড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৩৪ পিএম, ২৩ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:২৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৩১৪ রানে অলআউট হয়েছে ভারত। এর ফলে ৮৭ রানের লিড নিয়েছে সফরকারীরা।
গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২২৭ রান। জবাব দিতে নেমে ভারত প্রথম দিনের শেষ বেলা ভালো মতো পার করে। তবে দ্বিতীয় দিন আজ শুক্রবার সকালের সেশনে ভারত দারুণ ধাক্কা দেন তাইজুল ইসলাম। ৯৪ রানের ভারত হারায় ৪ উইকেট। এ চার উইকেটের তিনটিই নেন তাইজুল, বাকিটি নেন তাসকিন আহমেদ।
পঞ্চম উইকেটে ঘুরে দাঁড়ায় ভারত। আইয়ার ও ঋষভ পান্ত মিলে হাল ধরেন দলের।আয়ার ১০৫ বলে দশ চার ও দুই ছক্কায় ৮৭ রান করেন। ঋষভও ১০৫ বলে সাতটি চার ও পাঁচ ছক্কায় ৯৩ রান করে আউট হন।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষ বেলায় ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। মুমিনুল হক ৮৪ রানের ইনিংস খেলেন। নবম ব্যাটার হিসেবে আউট হন। দলের আর কেউ ৩০ রানের বেশি করতে পারেননি। যদিও টপ-মিডল অর্ডারের ছয় ব্যাটার সেট হয়েছিলেন। ওপেনার শান্ত ২৪ এবং মিডল অর্ডারে মুশফিক ২৬ ও লিটন দাস ২৫ রান করেন।
প্রথম ইনিংসে ভারতের হয়ে চারটি করে উইকেট নেন পেসার উমেশ যাদব ও স্পিনার অশ্বিন। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে দুই স্পিনার তাইজুল ও সাকিব চারটি করে উইকেট নিয়েছেন। স্পিনার মিরাজ ও পেসার তাসকিন একটি করে উইকেট নেন।