বিরতির পর কোহলিকে ফেরালেন তাসকিন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৪৯ এএম, ২৩ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:৩৮ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
মিরপুরে সিরিজের শেষ টেস্টে প্রথম দিনটি তেমন ভালো না কাটলেও দ্বিতীয় দিনের শুরু থেকেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দিনের প্রথম সেশনেই ভারতের ৩ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। বিরতির পর দ্বিতীয় ওভারে তাসকিনের চমক। দারুণ বোলিংয়ে বিরাট কোহলির উইকেট তুলে নেন তিনি।
তাসকিন আহমেদের বলটা হালকা পোক করে খেলতে গিয়ে কিপারের হাতে ধরা পড়েন কোহলি। ২৪ রানে থামে তার ৬৯ বলের ইনিংস।
সর্বশেষ ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৪৪ রান। অপরাজিত আছেন ঋষভ পান্ট, রানের খাতা না খোলা শ্রেয়াস আইয়ার সঙ্গ দিচ্ছেন তাকে।
এর আগে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের দেখে শুনে খেলতে থাকেন ভারতীয় দুই ওপেনার। ইনিংসের ১৪তম ওভারে ভারত শিবিরে প্রথম আঘাত হানেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এর পর ১৬তম ওভারে আবারও তাইজুলের আঘাত। শুরুটা হয়েছিল ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলকে দিয়ে। ডানহাতি এ ওপেনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে দিনের শুভসূচনা করেন তাইজুল। এর পর আরেক ওপেনার শুভমান গিলকেও লেগ বিফোরের ফাঁদে ফেলে ২০ রানের মাথায় ফিরিয়ে দেন তিনি। এর পর তৃতীয় উইকেটটাও তুলে নেন তিনিই।
যদিও এ উইকেটে অবদান আছে মুমিনুল হকের। স্লিপে দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন সাবেক টেস্ট অধিনায়ক। গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) প্রথম দিনের খেলায় টস জিতে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করেছিল ২২৭। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন মুমিনুল হক। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১৯ রান।