শান্ত-জাকিরের উদ্বোধনী জুটি আশা দেখাচ্ছে বাংলাদেশকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৪ এএম, ১৭ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:০৫ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
অর্ধশতক ছুঁয়েছেন নাজমুল হোসেন শান্ত। দারুণ ব্যাট করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ফিফটি। নাজমুল হোসেন শান্তের সাথে ভালো অবস্থানে আছে দলও।
বিনা উইকেটে তিন অঙ্ক ছুঁয়েছে বাংলাদেশের স্কোরবোর্ড। ৪২ রানে দিন শুরু করা শান্ত-জাকিরের উদ্বোধনী জুটি এখনো অপরাজিত আছে ১০৫ রানে। নাজমুল হোসেন শান্ত ৬০ ও জাকির হাসান অপরাজিত আছেন ৪৫ রানে।
উদ্বোধনী জুটির এমন পারফরম্যান্সে স্বপ্ন দেখতে শুরু করেছে সমর্থকেরা।
ভারতের দেয়া ৫১৩ রানের লক্ষ্যে এখন পর্যন্ত সঠিক পথেই হাঁটছে বাংলাদেশ। যদিও এখনো অনেক পথ বাকি, জিততে হলে করতে হবে আরো ৪০৮ রান। দলের রান এখন ৩৭ ওভারে বিনা উইকেটে ১০৫।