ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন কিষাণ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:২৪ এএম, ১০ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৮:১৫ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেটিকে রূপ দিলেন ডাবল শতকে। সেটিও আবার মাত্র ১২৬ বলে। ওয়ানডে ইতিহাসে এখন এটিই দ্রুততম ডাবল সেঞ্চুরি।
আগের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডটি ছিল ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলের, ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।
কিশাণের সামনে সুযোগ ছিল ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রোহিত শর্মার ২৬৪ রান টপকে যাওয়ার। তবে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৩১ বলে ২১০ রান করে আউট হয়েছেন কিষাণ।
ওয়ানডেতে সপ্তম ব্যাটসম্যান হিসেবে নবম ডাবল সেঞ্চুরিটি করলেন কিষাণ। তার ডাবল সেঞ্চুরিটি সাজানো ছিল ২৪ চার এবং ১০ ছয়ে। এছাড়া গড়লেন প্রথম ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরির কীর্তি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসে ছিল জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রির। ২০০৯ সালে বুলাওয়াওতে ১৯৪ রানের অপরাজিত ইনিংসে খেলেছিলেন তিনি।
ইনিংসের শুরুতেই ধাওয়ানকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল ভারত। তবে এরপর কিষাণ-কোহলি জুটি ভারতকে নিয়ে যায় এক অন্য উচ্চতায়। নির্দিষ্ট করে বলতে গেলে কিষাণের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের বোলিং লাইনআপ। একের পর এক চার-ছক্কায় রানের চাকা ঘোরাতে থাকেন এই দুই ব্যাটসম্যান। কিষাণ ও কোহলি মিলে করেছেন ২৯০ রানের জুটি।
কিষাণ ২১০ রান করে প্যাভিলিয়নে ফিরলেও কোহলি আছেন ৯১ রানে অপরাজিত। এর আগে ম্যাচের পঞ্চম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ধাওয়ান।
এদিকে বাংলাদেশ-ভারত তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত এবং নাসুম আহমেদ। এই দুজনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ এবং ইয়াসির আলী রাব্বি।
ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন ভারত দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এবং দীপক চাহার। এই দুজনের পরিবর্তে ভারত দলে জায়গা পেয়েছেন ঈশান কিষাণ ও কুলদীপ যাদব। দলের অধিনায়কত্ব করছেন লোকেশ রাহুল।