বাতিস্তুতার রেকর্ড ছুঁয়ে দিলেন ফুটবল জাদুকর মেসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৬ এএম, ১০ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৩৩ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে স্বপ্নের ফর্মে আছেন লিওনেল মেসি। গোল করা এবং সতীর্থদের দিয়ে করানো দুই ভূমিকাতেই বেশ পটু হয়ে উঠেছেন তিনি। এক বিশ্বকাপের ব্যবধানে আর্জেন্টিনা যে সেমিফাইনালে উঠল সেটির অন্যতম নায়ক পিএসজি সুপারস্টার। শুক্রবার রাতে আবারও জ্বলে উঠলেন মেসি।
সতীর্থকে দিয়ে প্রথমার্ধে গোল করানোর পর দ্বিতীয়ার্ধে মেসি নিজেই খুঁজে নিলেন জালের ঠিকানা। ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি থেকে করেন দারুণ এক গোল। তাতেই হলো দুর্দান্ত এক কীর্তি। বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছুঁয়ে ফেললেন মেসি। বিশ্বমঞ্চে দুজনেরই গোল সংখ্যা এখন সমান ১০টি। তালিকার তিনে থাকা ডিয়েগো ম্যারাডোনার গোল ছিল আটটি। এই বিশ্বকাপে তাকে আগেই ছাড়িয়েছেন মেসি।
ম্যাচের ৭২ মিনিটে নেদারল্যান্ডস রক্ষণের ভুলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। পরে নিখুঁত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক মেসি। এবারের কাতার বিশ্বকাপে এটা তার চতুর্থ গোল। যার দুটিই হলো স্পট কিক থেকে। এই গোলে প্রতিযোগিতার গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে চলে আসলেন তিনি। সর্বোচ্চ ৫ গোল করে এগিয়ে আছেন ফ্রান্স ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
মেসির অবশ্য বাতিস্তুতাকে ছোঁয়ার আনন্দ আরেকটু এদিক-সেদিক হলেই মাটি হয়ে যেতে পারতো। শেষ আটের ম্যাচটা যে সহজে জিততে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে থেকেও যে নির্ধারণ করা সময়ে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ল্যাটিন আমেরিকান জায়ান্টরা।
শেষ দিকে দুই গোল করে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসে নেদারল্যান্ডস। ২-২ গোলে সমতায় ফেরে ডাচরা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বীরত্বে ৪-৩ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফাইনালে ওঠার লড়াইয়ে মেসিদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। যারা কিনা খাদের চূড়ান্ত কিনারা থেকে উঠে এসে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়েছে।