সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৫৪ এএম, ৭ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৪৮ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
বাংলাদেশ সময় দুপুর ১২টায় দু’দল মুখোমুখি হয়েছে দুই দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লড়াই করছে দল দুইটি।
প্রথম ম্যাচ জিতে ফুরফুরে অবস্থায় থাকা বাংলাদেশের একাদশেও আছে এক পরিবর্তন। হাসান মাহমুদের বদলে একাদশে ফিরেছেন নাসুম আহমেদ। তবে সিরিজের সমতা ফেরাতে মরিয়া ভারতের একাদশে আছে একাধিক পরিবর্তন। কুলদিপ সেন ও শাহবাজ আহমেদ বাদ পড়েছেন। দলে ফিরেছেন অক্ষর প্যাটেল ও উমরান মালিক।
বাংলাদেশ একাদশ : এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, নাসুম আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, দীপক চাহার।