ব্রাজিলকে হারিয়ে ক্যামেরুনের রেকর্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:০৮ এএম, ৩ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৪০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
‘অতি দর্পে হত লঙ্কা’- তিতের সাইডবেঞ্চ বাজিয়ে দেখার আকাক্সক্ষাকে এভাবেই সংজ্ঞায়িত করছেন রাইভাল সমর্থকরা। ৯ পরিবর্তন নিয়ে ক্যামেরুনের মোকাবিলায় সফল হয়নি ব্রাজিল। সেলেসাওদের তরুণ আক্রমণভাগ ক্যামেরুনের ডেডলক ভাঙতে ব্যর্থ হয়েছে; উল্টো শেষ মুহূর্তের গোলে অনাকাক্সিক্ষত রেকর্ডের সাক্ষী হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
টানা দুই জয়ে আগেই শেষ ষোলোর টিকিট পায় ব্রাজিল। শুক্রবার রাতে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার ছিল সেলেসাওদের। নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় নিয়মিত একাদশের ৯ খেলোয়াড়কেই বিশ্রাম দেন ব্রাজিল কোচ তিতে। গোটা ম্যাচে সেলেসাওদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে কাউন্টার অ্যাটাক করেছে ক্যামেরুন। ৯১তম মিনিটে এমনই এক প্রতি-আক্রমণে এগিয়ে যায় আফ্রিকান দলটি। ডান দিক থেকে আক্রমণে ঢোকা এনগোম এমবেকেলির ক্রসে দুর্দান্ত হেড দিয়ে ব্যবধান গড়ে দেন ক্যামেরুনের ভিনসেন্ট আবুবকর।
বিশ্বকাপ ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে ব্রাজিলকে হারানোর কীর্তি গড়লো ক্যামেরুন।
ক্যামেরুনের মোকাবিলায় ব্রাজিলকে নেতৃত্ব দেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার দানি আলভেজ। আর ৬ দশকের মধ্যে সবচেয়ে কমবয়সী আক্রমণভাগ নিয়ে লড়েছে সেলেসাওরা।
১৯৫৮ বিশ্বকাপের পর এটিই ব্রাজিলের সর্বকনিষ্ঠ আক্রমণভাগ। ২২.৯ বছর গড়ের আক্রমণভাবে ছিলেন মার্তিনেল্লি, অ্যান্টনি, রদ্রিগোরা।