পোল্যান্ডকে উড়িয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:০৩ এএম, ১ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:০৭ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা, ইতালিকে গুড়িয়ে ফিনালীজিমা জয়ী লিওনেল মেসির দল বিশ্বকাপে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় পা রেখেছে।
কিছুটা কঠিন সমীকরণ মাথায় নিয়েই মাঠে নেমেছিলেন লিওনেল মেসিরা। হারলেই আসর থেকে বাদ। ড্র করলেও নিশ্চিত ছিল না শেষ ষোলো।
আজ পুরো ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলে ও দ্বিতীয়ার্ধে দুই গোল করে সব হিসাব মিলিয়ে দিয়েছে দুবারের চ্যাম্পিয়ন ল্যাতিন দল আর্জেন্টিনা। শেষ ষোলোয় এখন তারা মুখোমুখি হবেন ডেনমার্ক কে বিদায় করে ডি গ্রুপের রানার্স আপ হওয়া সহজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার।
ম্যাচের প্রথমার্ধে গোল করার মত চারটি সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। এর মধ্যে লিওনেল মেসি ৩৯ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেয়ার সুযোগ পান। হেড থেকে গোল করার চেষ্টা করলে গোলরক্ষকের গ্লাভস চোখে লাগে লিওর। ভি এ আর চেক করে দেওয়া হয় পেনাল্টি। তবে ওই পেনাল্টি থেকে গোল করতে পারেনি মেসি। গোলশূন্য হতাশার সমতায় প্রথমার্ধ শেষ করতে হয় আর্জেন্টিনাকে।দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে গোল দেন মিডফিল্ডার মার্ক এলিস্টার। এরপর ৬৭ মিনিটে গোল দেন তরুন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ।
ম্যাচ শেষে ২ গোলে পোল্যান্ডকে হারিয়ে নক আউটে জায়গা করে নেন আর্জেন্টিনা।