দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে হারাল সৌদি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৫৪ পিএম, ২৬ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১১:২০ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
কাতার বিশ্বকাপের হট ফেভারিট আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে হারিয়ে বিশ্বকে চমকিয়ে দেয় সৌদি আরব। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পোল্যান্ডকে হারালেই শেষ ষোলোতে খেলা নিশ্চিত হতো সৌদির।
এমন সহজ সমীকরণের ম্যাচে খেলতে নেমে ৩৯ ও ৮২ মিনিটে দুই গোল খেয়ে হেরে যায় সৌদি আরব। এই পরাজয়ে তাদের শেষ ষোলোতে ওঠার অপেক্ষা বাড়ল। এখন তাদের অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জিতলে দ্বিতীয় রাউন্ডে যেতে পারে সৌদি আরব।
শনিবার কাতারের ইডুকেশন সিটি স্টেডিয়ামে সৌদির বিপক্ষে ৩৯তম মিনিটে গোল করে পোল্যান্ডকে এগিয়ে নেন জিলেনস্কি। তবে মূল কৃতিত্বটা ছিল লেভান্ডোভস্কির। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সের মধ্যে পেয়েও শট নেননি বার্সা স্ট্রাইকার। কাটব্যাক করে সতীর্থ জিলেনস্কিকে বল দিলে জোরাল শটে জালে জড়ান তিনি।
কয়েক মিনিট ব্যবধানে ডি-বক্সে পোল্যান্ডের বেইলিকের পায়ে লেগে সৌদি আরবের আল-শেহরি পড়ে গেলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট-কিকে সেলিম আল-দাওসারির শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান পোলিশ গোলকিপার স্ট্যাসনি। ফিরতি বল উড়িয়ে মারেন মোহামেদ আল-ব্রেইক।
সেই পেনাল্টি মিস করেন সৌদির তারকা খেলোয়াড় সালিম আল-দাউসারি। পেনাল্টির সেই সুযোগ মিস হওয়ায় হতাশায় মূষড়ে পড়েন সৌদির ফুটবলাররা।
প্রথমার্ধে এরপরও গোলের সুযোগ পায় সৌদি। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারেনি তারা। ১-০তে পিছিয়ে থেকে বিরতিতে যায় মুসলিম দেশটি।
দ্বিতীয়ার্ধের ৮২ মিনিটে ফের গোল করে পোল্যান্ডকে এগিয়ে নেন জিলেনস্কি।