ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:২০ পিএম, ১৬ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৪১ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
আবারো পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারালো বাংলাদেশ। ওয়ানডেতে স্বাগতিকদের সিরিজ হারানোর পর জয়ের দেখা পেল সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও। আজ পাকিস্তানকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ১-০ তে সিরিজে এগিয়ে গেলো জুনিয়র টাইগাররা।
আজ বুধবার (১৬ নভেম্বর) মুলতানে টস হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় দলটি।
পাকিস্তানের হয়ে সর্বেচ্চ ২৫ বলে ৩৬ রান করেন বাসীত আলি। ২৮ বলে সমান ২৮ রান আসে সাদ বেগের ব্যাট থেকে। পাশাপাশি আরাফাত মিনহাজ করেন ২০ রান।
বাংলাদেশের হয়ে তানভীর আহমেদ শিকার করেন তিন উইকেট, মাহফুজুর রহমান পান দুটি এবং একটি করে উইকেট নেন ওয়াসি সিদ্দিকী, পারভেজ হোসেন জীবন ও জিসান আলম।
বাংলার যুবারা ১৪৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩৮ রানের জুটি গড়েন দুই ওপেনার জিসান আলম ও আশিকুর রহমান। ১৬ রান করে আশিক ফিরে গেলে ভাঙে এই জুটি। থিতু হবার আগেই রান আউট হয়ে মাত্র ৫ রান করে ফিরেন সোহাগ আলি।
১৩ রান করে রান আউটের শিকার অধিনায়ক আহরার আমিনও। ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়ে বাংলাদেশ। তবে প্রতিরোধ গড়ে তোলেন মাহফুজুর এবং শিহাব। তারা দুজনে মিলে যোগ করেন ৬২ রান। ৩৫ বলে ৩৮ রান করা মাহফুজুর রহমান ফিরলে ভাঙে তাদের জুটি।
মাহফুজ ফিরলেও ৪১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন শিহাব। ৩ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় নিশ্চিত হয় বাংলাদেশের। সিয়াম হোসেন দিপু অপরাজিত থাকেন ৬ রানে।