ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে ভারত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:২০ এএম, ২০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:৫৯ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
দীর্ঘ ৭ বছর পর আবারো বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে ভারতীয় দল। এই বছরের শেষের দিকে ডিসেম্বরে ১ বাংলদেশ সফরে আসার ঘোষণা দিয়েছে ভারত। সিরিজে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় পর্বের দুটি টেস্ট ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে।
ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। এরপর প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং দ্বিতীয় টেস্ট অনুষ্ঠেয় হবে ঢাকার মিরপুরে।
ভারতের বাংলাদেশ সফর নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশ-ভারত ম্যাচ আমাদের কিছু দারুণ প্রতিযোগিতা উপহার দিয়েছে এবং দু’জন দেশের ভক্তরা আরেকটি স্মরণীয় সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সূচি নিশ্চিত করতে বিসিবির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ধন্যবাদ জানাই। আমরা ভারতীয় দলকে বাংলাদেশে স্বাগত জানাতে মুখিয়ে আছি।’
একনজরে ভারত-বাংলাদেশ ম্যাচের সফরসূচি
তারিখ সময়সূচি ভেন্যু
০৪ ডিসেম্বর ২০২২ ১ম ওয়ানডে শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
৭ ডিসেম্বর ২০২২ ২য় ওয়ানডে শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
১০ ডিসেম্বর ২০২২ ৩য় ওয়ানডে শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
১৪-১৮ ডিসেম্বর ২০২২ ১ম টেস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২২-২৬ ডিসেম্বর ২০২২ ২য় টেস্ট শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর