ভয়াবহ চোটের শিকার রোনালদো, পর্তুগালের বড় জয়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৪৯ এএম, ২৫ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৫:৫৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
উয়েফা নেশন্স লিগে চেক রিপাবলিকের বিপক্ষে পর্তুগালের বড় জয়ের ম্যাচে ভয়াবহ চোটের শিকার হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দমে যাননি এই তারকা চিকিৎসা নিয়ে মাঠে ফিরেছেন দ্রুতই।
শনিবার রাতে ‘এ’লিগের দুই নম্বর গ্রুপে প্রাগের ফর্চুনা অ্যারেনায় ৪-০ গোলে জিতেছে পর্তুগাল। দলের হয়ে জোড়া গোল করেন দিয়োগো দালোত। অন্য দুই গোলদাতা ব্রুনো ফের্নান্দেস ও দিয়োগো জটা। গোলের অনেক সুযোগ পেয়েও বঞ্চিত থাকেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড রোনালদো।
এদিন খেলার ১৩তম মিনিটে চোট পান রোনালদো। সতীর্থের উঁচু করে বাড়ানো বলে হেড করতে লাফিয়ে ওঠেন তিনি, একই সময়ে এগিয়ে এসে পাঞ্চ করতে যান গোলরক্ষক। তার হাতে পর্তুগাল অধিনায়ক নাকে প্রচণ্ড আঘাত পান, নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়। তবে কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর ফের খেলা শুরু করেন তিনি।
পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে পর্তুগিজরা। গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হারা স্পেন ৮ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। চার দলের ফাইনালসে ওঠার লক্ষ্যে আগামী মঙ্গলবার স্পেনের মুখোমুখি হবে পর্তুগিজরা। সেদিন ড্র করলেই লক্ষ্য পূরণ হবে রোনালদোদের।