ভারতে টয়লেটের মেঝেতে খাবার দেওয়া হলো খেলোয়াড়দের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:২৬ পিএম, ১৮ সেপ্টেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৫:৪৮ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
টয়েলেটের মেঝেতে বড় একটি থালায় ভাত পরিবেশন করা হলো কাবাডি খেলোয়াড়দের জন্য। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের শহর শাহারানপুরের স্পোর্টস স্টেডিয়ামের কমপ্লেক্সে। এমন ঘটনার কয়েকটি ছবি ভাইরাল হলে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নাম প্রকাশ না করা শর্তে এক জুনিয়র খেলোয়াড় জানায়, অনূর্ধ্ব-১৭ মেয়েদের তিন দিনের স্টেট লেভেলের খেলায় অন্তত ২০০ খেলোয়াড়কে এভাবে খাবার দেওয়া হয়।
শনিবার এমন অভিযোগ ওঠার পর শাহারানপুর স্পোর্টস অফিসার অনিমেষ সাক্সেনা অবশ্য এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। সাক্সেনা বলেন, ‘এখানে খেলোয়াড়দের ভালো মানের খাবার দেওয়া হয়।’ তবে সেই খেলোয়াড়টি জানায়, ভাত, ডাল ও সবজি সুইমিংপুলের পাশে একটি লাকড়ির চুলায় রান্না করা হয়।
অভিযোগ ওঠে, লাকড়ির চুলায় রান্নার পর বড় একটি থালায় ভাত টয়লেটের মেঝেতে দেওয়া হয়, যা প্রবেশদ্বারের কাছেই। সাথে মেঝেতেই একটি পেপারের ওপর কিছু পুরি পড়ে থাকতে দেখা যায়। এই ভাতই পরে খেলোয়াড়দের দেওয়া হয়।
খাবার পরিবেশনের এই বাজে পরিস্থিতি সম্পর্কে কিছু খেলোয়াড় স্টেডিয়ামের কর্মকর্তাদের জানায়। পরে সেই কর্মকর্তারা সাক্সেনাকে জানালে তিনি রঁধুনীকে তিরষ্কার করেন।